রোহিঙ্গারা নিরাপত্তার জন্য বিপজ্জনক, দাবি ভারত সরকারের

পপুলার২৪নিউজ ডেস্ক:

মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নেয়া ৪০ হাজার রোহিঙ্গা মুসলমানকে বহিষ্কারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করা আবেদনের শুনানি শুরু হয়েছে।

সোমবার শুনানি শেষে আগামী ৩ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এদিন সুপ্রিম কোর্টে ১৫ পৃষ্ঠার একটি হলফনামা জমা দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এতে রোহিঙ্গাদের ভারতের নিরাপত্তার জন্য ‘বিপজ্জনক’  আখ্যা দিয়ে তাদের প্রত্যর্পণের পক্ষে সরকারে বক্তব্য তুলে ধরা হয়।

হলফনামায় বলা হয়, যেভাবে রোহিঙ্গা মুসলিমরা ভারতে অনুপ্রবেশ করেছে ও বিভিন্ন জায়গায় বসবাস করছে তা পুরোপুরি বেআইনি।

রোহিঙ্গা শরণার্থীদের ভারতে আশ্রয় দেয়ার দাবিতে সুপ্রিম কোর্টে শুনানি করেন প্রখ্যাত আইনজীবী ফলি এস নরিম্যান, কপিল সিবাল ও প্রশান্ত ভূষণ।

শুনানিকালে প্রধান বিচারপতি দীপক মিশ্র আইনজীবীদের বলেন, আদালত আইন মোতাবেক চলবে। আবেদনকারীদের অবশ্যই কেন্দ্রের হলফনামা খতিয়ে পড়া উচিত।

গোপন গোয়েন্দা প্রতিবেদনের বরাতে হলফনামায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, রোহিঙ্গাদের জঙ্গি সম্পৃক্ততা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ রয়েছে। ওই তথ্যানুযায়ী, পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো ও আইএসের সঙ্গে রোহিঙ্গাদের যোগাযোগ রয়েছে।

হলফনামায় রোহিঙ্গাদের বহিষ্কারের বিষয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের বিরোধিতা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, রোহিঙ্গারা শুধু দেশের নিরাপত্তা নয়, এই বহিষ্কারের সঙ্গে আন্তর্জাতিক কূটনীতিও জড়িত। তাই সরকারের সিদ্ধান্তের ব্যাপারে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা উচিত নয়।

পূর্ববর্তী নিবন্ধএই প্রস্তাবের কী জবাব দেবেন কোহলি!
পরবর্তী নিবন্ধআঞ্জুমানে ২ জঙ্গির লাশ হস্তান্তর