বিশ্বনেতাদের স্ত্রীদের কাছে চিঠি তুর্কি ফার্স্টলেডির

পপুলার২৪নিউজ ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের স্ত্রী ফার্স্টলেডি এমিনি এরদোগান রোহিঙ্গাদের সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় করতে বিশ্বনেতাদের স্ত্রীদের কাছে চিঠি লিখেছেন।

চিঠিতে তিনি বাংলাদেশের কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এবং বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে চিঠিতে তুর্কি ফার্স্টলেডি লিখেছেন, চলমান মানবিক সংকটে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের কান বন্ধ করে রেখেছে এবং না দেখার ভান করছে- এটা খুব লজ্জাজনক।

ধর্ষণের শিকার অসংখ্য নারী, যাদের শিশু ও স্বামীদের জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে চোখের সামনে। তাদের দুর্দশার কথা শোনা ছিল ভীষণ কষ্টের।

তিনি লিখেছেন, আমি কখনও ওই নারী ও শিশুদের কথা ও বেপরোয়া চাহনি ভুলতে পারব না।

প্রাথমিকভাবে আমরা রোহিঙ্গা শিবিরে ১ হাজার টন মানবিক সহযোগিতা দিয়েছি। চিঠিতে এমিনি এরদোগান তুরস্কের পক্ষ থেকে রোহিঙ্গা মুসলিমদের বিভিন্ন সময় সহযোগিতার কথা তুলে ধরেছেন।

রাখাইনে চলমান সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার লঙ্ঘন বলে আখ্যায়িত করেছেন।

 

পূর্ববর্তী নিবন্ধবিসিবির কার্যক্রম বন্ধে আইনি নোটিশ
পরবর্তী নিবন্ধসমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত অব্যাহত