গ্লোবাল ডাইভার্সিটি অ্যাওয়ার্ড পেলেন সালমান

পপুলার২৪নিউজ ডেস্ক:
তিন দশকের অভিনয় জীবনে সালমান খানের প্রাপ্তি অনেক। অভিনয়ের জন্য এই বলিউড তারকার ঝুলিতে উঠেছে অনেক পুরস্কার। কিন্তু ব্যক্তি সালমান খানকে এই প্রথম পুরস্কৃত করা হলো। এবার ব্রিটিশ পার্লামেন্টের গ্লোবাল ডাইভার্সিটি অ্যাওয়ার্ড পেয়েছেন এই তারকা। বলিউডের ‘সুলতান’ সালমান খানের আগে এই সম্মানজনক পুরস্কার পেয়েছেন বলিউডের অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। অভিনেতা, নির্মাতা, টেলিভিশন ব্যক্তিত্ব ও নানা দাতব্য কাজ করার জন্য সালমানকে এবার এই পুরস্কার দেওয়া হয়।

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রে এই পুরস্কার গ্রহণের পর সালমান খান বলেন, ‘আমি আজ এত বড় একটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি, এটা আমার বাবার জন্য রীতিমতো অবিশ্বাস্য। আমার ভক্তরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই।’ এই তারকা আরও বলেন, ‘যদিও আমি আজ অবধি অনেক চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। কিন্তু এটি আমার প্রথম ব্যক্তিগত অর্জন।’

সালমান খান অভিনয় ছাড়াও ‘বিয়িং হিউম্যান’ নামের একটি দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করেন। তাঁর এই সংস্থা থেকে অসংখ্য দুস্থ মানুষকে সাহায্য করা হয়। এ ছাড়া এই সংস্থা থেকে সচেতনতামূলক অনেক কার্যক্রমেরও আয়োজন করা হয়ে থাকে।

আগামী ডিসেম্বরে মুক্তি পাবে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’। সাল্লুর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘টিউবলাইট’ বক্স অফিসে টিমটিমে আলো ছড়িয়েই নিভে যায়। ছবির পরিবেশকদের ক্ষতি হওয়ায় অবশ্য তাঁদের ক্ষতিপূরণ দিয়েছেন দয়ালু সাল্লু। ডেকান ক্রনিকল

 

পূর্ববর্তী নিবন্ধইমরান তাহির যখন শিক্ষক
পরবর্তী নিবন্ধমিয়ানমারে নির্যাতনের শিকার এক রোহিঙ্গার বর্ণনা