সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের চিকিৎসাসহ পর্যাপ্ত সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে গণমাধ্যমকে একথা বলেন তিনি।
নাসিম বলেন, মানবতার বিরুদ্ধে যুদ্ধ করছে মিয়ানমার। নারী-শিশুসহ সব বয়সীদের ওপর নির্বিচারে চালানো হচ্ছে গণহত্যা। জ্বালিয়ে দিচ্ছে গ্রামের পর গ্রাম। আধুনিক সভ্যতায় তা কখনো সমর্থনযোগ্য নয়। তাই মানবিক দিক বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন।
তিনি বলেন, শুধু আশ্রয় নয়, সীমাবদ্ধতার মধ্যেও চিকিৎসাসহ সব ধরনের পর্যাপ্ত সহযোগিতা দেয়া হচ্ছে রোহিঙ্গাদের। এর ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, একটা ক্ষুদ্র জনবহুল ১৬ কোটি মানুষের বাংলাদেশ লাখ লাখ মানুষকে দীর্ঘদিন সহযোগিতা দিতে পারবে না। তাই মিয়ানমারের নাগরিক এ রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নিতে হবে। তাদের ওপর চলমান পাশবিকতা আজ বিশ্ববাসী জানে। এসব বিষয় জাতিসংঘের চলমান অধিবেশনে উত্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসুন সবাই মিলে রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তুলি।
১৪ দলের এতদিন পরে আসার কারণ সম্পর্কে জানতে চাইলে এই মুখপাত্র বলেন, আমরা প্রচারণার চেয়ে কাজকেই গুরুত্ব দিয়েছি বেশি। তাই শুরু থেকেই সরকারের সঙ্গে লিয়াজোঁ করে কাজ করেছে ১৪ দলীয় নেতারা। তাই প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আগমন এবং ত্রাণ বিতরণে সার্বক্ষণিক সমন্বয় সাধন করা হয়েছে। সবকিছু গোছালো করতে পারায় এখন সরেজমিন এসেছি আমরা।
অধিকসংখ্যক নারী-শিশু আসায় রোগ-বালাইয়ের কথা চিন্তা করে নেয়া পদক্ষেপ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপাতত এক লাখ ২০ হাজার জনগোষ্ঠীকে হাম ও রোবেলা এবং ৪০ হাজার পোলিও টিকা, ৩৮ হাজার ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলছে। এ ছাড়াও নানা ধরনের রোগ নিয়ন্ত্রণে স্বাভাবিক চিকিৎসাসেবা নিয়মিত চলমান রয়েছে।
মিয়ানমারে অব্যাহত নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন ও ত্রাণ বিতরণের লক্ষ্যে শনিবার দুপুরে কক্সবাজার আসেন ১৪ দলের কেন্দ্রীয় নেতারা।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে তার সঙ্গে আসেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, চট্টগ্রামের সংসদ সদস্য মাঈনুদ্দীন খান বাদলসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা।