হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
মায়নমারে রোহিঙ্গা মুসলমান গণহত্যা, ধর্ষণ, নির্যাতন ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কোটালীপাড়া তৌহিদি জনতার ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
শনিবার সকাল ১১টার দিকে মায়নমারে রোহিঙ্গা মুসলমান গলহত্যা, ধর্ষণ, নির্যাতন ও বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলগুলো উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাওলানা মো: কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, শেখ লুৎফর রহমান আদর্শ সরকারী কলেজের অধ্যক্ষ সর্বানন্দ বালা, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম মুন্নু, মুফতি আব্দুর রাজ্জাক, কোর্ট মসজিদের মহতামিম মুফতি হাফিজুর রহমান, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুনসহ অনেকে। এসময় বক্তরা, মায়নমারে রোহিঙ্গা মুসলমান গলহত্যা, ধর্ষণ, নির্যাতন ও বাড়িঘরে অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে রোহিঙ্গা মুসলমানদের পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।