জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্বসভায় জোরালো বক্তব্য উপস্থাপনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অর্জনের চেষ্টা করবেন। রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য কিছু প্রস্তাবও পেশ করবেন বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ মিশিনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদানের জন্য আগামীকাল রবিবার নিউ ইয়র্কে পৌঁছাবেন।
লিখিত বক্তব্যে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে শেখ হাসিনা ৫২ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।
তিনি আরো জানান, জাতিসংঘের অধিবেশনে যোগদানের ফাঁকে ১৯ সেপ্টেম্বর প্রবাসীদের দেওয়া নাগরিক সংবর্ধনা সমাবেশে বক্তব্য দেবেন শেখ হাসিনা।
রাষ্ট্রদূত মোমেন উল্লেখ করেন, এবারের অধিবেশনে এ সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অর্জন আমাদের জন্য অত্যন্ত জরুরী। গত বুধবার নিরাপত্তা পরিষদ হতে এ বিষয়ে যে প্রেস বক্তব্য প্রদান করা হয়েছে তা দেখেছেন। এটি গত ৯ বছরে নিরাপত্তা পরিষদ কর্তৃক মিয়ানমার বিষয়ে প্রদত্ত প্রথম বক্তব্য। এটি সম্ভব হয়েছে আমাদের সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টার কারণে।
আমরা প্রধানমন্ত্রীর এবারের জাতিসংঘে উপস্থিতিকে কাজে লাগিয়ে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে এ বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের বৃহত্তর সমর্থন অর্জনের চেষ্টা করবে। একাধিক আরও কারণে জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনটি বিশেষ গুরুত্ব বহন করছে। আমি সে বিষয়গুলোর নিরীখে মাননীয় প্রধানমন্ত্রীর এ অধিবেশনে অংশগ্রহণের সম্ভাব্য কার্যক্রম সম্পর্কে আলোকপাত করব।রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলায় বক্তব্য রাখবেন। ভাষণে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়নের বিষয়টি তুলে ধরে এই সমস্যার সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা কামনা করবেন। এক্ষেত্রে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রস্তাব দেবেন। একই সঙ্গে শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যার মূল কারণগুলো তুলে ধরে এর আশু সমাধানে বাংলাদেশের প্রস্তাবগুলো জাতিসংঘে উত্থাপন করবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তৃতায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, অভিবাসী শ্রমিকের অধিকার আদায়, দারিদ্র্য দূরীকরণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, অবকাঠামোগত মেগা প্রকল্প বাস্তবায়নসহ আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের সাফল্য গাঁথার বিষয়গুলো উল্লেখ থাকবে বলে আশা করা যাচ্ছে। এ ছাড়াও ‘রূপকল্প ২০২১’-এর আলোকে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ সরকার যে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে, সে বিষয়ে আলোকপাতের পাশাপাশি প্রয়োজনীয় আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের প্রত্যাশাগুলোও প্রধানমন্ত্রীর বক্তৃতায় থাকবে বলে আশা করা হচ্ছে। তা ছাড়াও তিনি কিছু বৈশ্বিক বিষয়ক যেমন: মধ্যপ্রাচ্য সংকট, পারমানবিক নিরস্ত্রীকরণ, মানব পাচার রোধ, সুনীল অর্থনীতি, জাতিসংঘের সংস্কার ইত্যাদি বিষয়ে বাংলাদেশের মতামত তুলে ধরবেন বলে আমাদের প্রত্যাশা। তিনি রোহিঙ্গা সমস্যার বিষয়েও জোরালো বক্তব্য রাখবেন।
সাধারণ পরিষদ অধিবেশনের বাইরে মাননীয় প্রধানমন্ত্রী ২০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদলের সাথে বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি ও সম্ভাবনা বিষয়ে মত-বিনিময় করবেন বলে জানা গেছে। এই বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশ থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।
প্রধানমন্ত্রী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে সড়কপথে ভার্জিনিয়ার উদ্দেশে রওয়ানা হবেন। সেখান থেকে তিনি ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওয়ানা হবেন। এরপর তিনি ২ অক্টোবর দেশে ফিরবেন।