রোহিঙ্গা মুসলমান গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন, সুচির কুশপুত্তলিকা দাহ

হায়দার হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর হামলা, নির্যাতন, ধর্ষন ও গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। চন্দ্রদিঘলিয়া মোল্যাপাড়া জামে মসজিদ ও চন্দ্রদিঘলিয়া মাদ্রাসা যৌথভাবে এ কর্মসূচী পালন করে।
বুধবার সকালে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় ঢাকা- খুলনা মহাসড়কের উপর দাঁড়িয়ে বেলা ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবীতে বিভিন্ন প্লাকার্ড প্রর্দশন করে। পরে অং সাং সুচির কুশপুত্তলিকা দাহ করে মানববন্ধনকারীরা।
এ কর্মসূচীতে বিভিন্ন মাদ্রাসার ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। মাবনবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, চন্দ্রদিঘলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মওলানা আব্দুল্লাাহ, মুক্তিযোদ্ধা সবেদ আলী ভুঁইয়া, সমাজ সেবক আকামত ভুঁইয়া, ডাঃ জিয়াউর রহমান, কারী জাফরউল্লা প্রমুখ।
এসময় বক্তরা মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর হামলা, নির্যাতন, ধর্ষন ও গণহত্যা বন্ধের দাবী জানান।

পূর্ববর্তী নিবন্ধকোটালীপাড়ায় ভবনের অভাবে গাছের নিচে পাঠদান
পরবর্তী নিবন্ধপুলিশের বিরুদ্ধে বিএনপির ত্রাণ আটকে দেয়ার অভিযোগ