টানা ৩০ ঘণ্টা শিস দিয়ে ‘বিস্ময়বালিকা’র গিনেস রেকর্ড

পপুলার২৪নিউজ ডেস্ক:
ত্রিশ ঘণ্টা একনাগাড়ে শিস দিয়ে গিনেস বিশ্ব রেকর্ডে নাম তুললেন ভারতের চেন্নাইয়ের তরুণী পূজা চন্দ্রমোহন। এর আগের রেকর্ড ছিল ২৫ ঘণ্টা ৩০ মিনিটের। কানাডার জেনিফার আনাভি ডেভিস এই রেকর্ড করেছিলেন। সেটি পূজা ভেঙে দিলেন।

৯ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পরের দিন বিকাল ৩টা পর্যন্ত একটানা শিস দিয়েছেন পূজা। চেন্নাইয়ের শ্রেয়ানস ভবনে হাজার হাজার দর্শকের সামনে এই কীর্তি অর্জন করে ‘বিস্ময়বালিকা’ তকমা পেয়ে যান তিনি।

জানা গেছে, পূজা শিস তো দিতে পারেনই, পাশাপাশি তিনি একজন ধ্রুপদী সঙ্গীত শিল্পী। রেকর্ড গড়ার অনুষ্ঠানে তামিল, ইংরেজি, হিন্দি, কোরিয়ান বিভিন্ন ভাষার জনপ্রিয় গান তিনি একটার পর একটা শিস দিয়ে শুনিয়েছেন।

তার ‘শিসগান’ শুনে হলভর্তি দর্শক হাততালি দিয়ে উৎসাহ দেয়। কিছু গানে অনেকে নাচও করেন। আর এভাবেই দর্শকের মনোরঞ্জন করতে করতে অবলীলায় ত্রিশ ঘণ্টা পার করে দিয়েছেন পূজা। ইন্ডিয়া টাইমস

পূর্ববর্তী নিবন্ধতিশা নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে স্কুল বন্ধ
পরবর্তী নিবন্ধবিশ্ব একাদশকে ২০ রানে হারাল পাকিস্তান