দশ-এগার বছর খেলার পর একটা ব্রেক তো দাবি করি: সাকিব

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দশ-এগার বছর ধরে টানা খেলার পর একটা তো ব্রেক দাবি করি, তাই ছুটিতে যাওয়ার আবেদন করেছিলাম।

মঙ্গলবার বনানীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে বিশ্রামে যাওয়া নিয়ে আলাপকালে এ কথা বলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিশ্রামের প্রয়োজনীয়তা নিয়ে এ সময় সাকিব আরও বলেন, দেশের জন্য ভালো করে খেলার বিকল্প কিছু নেই। নিজের সবটুকু উজাড় করে খেলার চেষ্টা করি। তা সম্ভব না হলে সেই খেলা আমার কাছে অর্থবহ কিছু মনে হয় না। আর এক্ষেত্রে শরীর ও মন ভালো থাকার বিকল্প নেই। তবে টানা খেলায় শারীরিক ও মানসিকভাবে বেশ ক্লান্তি অনুভব করছি। তাই আরও ৬-৭ বছর ভালোভাবে খেলার জন্য ছুটির আবেদন করেছিলাম।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি২০ সিরিজের মধ্যে টেস্ট ও টি২০তে টাইগারদের বেশ বেগ পেতে হবে বলে মন্তব্য করেছেন সাকিব।

তার মতে, এ দুই ফরম্যাটে ভালো ফলের জন্য টাইগারদের অনেক পরিশ্রম করতে হবে। তবে ওয়ানডেতে প্রোটিয়াদের যোগ্য জবাব দেয়া যাবে বলে বিশ্বাস তার।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পরেই ছয় মাসের ছুটির আবেদন করেন সাকিব। পরে সোমবার ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান জানান, সাকিবকে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টে বিশ্রাম দেয়া হয়েছে। দ্বিতীয় টেস্টে তার অংশগ্রহণের সুযোগ থাকবে। সাকিব চাইলে দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন বা ছুটি কাটাতে পারবেন।

 

পূর্ববর্তী নিবন্ধশেওড়াপাড়ায় বাসচাপায় স্কুলছাত্রী নিহত
পরবর্তী নিবন্ধএর চেয়ে ছেলেদের মৃত্যু ভালো