‘১২ বছর ধরে কাজ করছি, আপনি কী করেছেন?’

 পপুলার২৪নিউজ ডেস্ক:

বলিউড-হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুধু অভিনয় নয়, পাশাপাশি পরিচালনা, প্রযোজনা ও ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন তিনি। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ক’দিন আগে জর্ডানে যান পিসি। সেখানে যুদ্ধবিধ্বস্ত শিশুদের নিয়ে কাজ করছেন বলিউডের এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ওই শিশুদের সঙ্গে কাটানো মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন দেশিগার্ল। এরপর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রিয়াঙ্কার ফলোয়ার রবীন্দ্র গৌতম লিখেছেন, আমি প্রিয়াঙ্কা চোপড়াকে অনুরোধ করব ভারতের গ্রামাঞ্চলে গিয়ে খাবারের অপেক্ষায় থাকা শিশুদের সঙ্গে দেখা করতে। এর উত্তরে কিছুটা ক্ষোভ প্রকাশ করে প্রিয়াঙ্কা টুইটারে লিখেছেন, আমি ইউনিসেফ ইন্ডিয়ার হয়ে গত ১২ বছর ধরে কাজ করেছি এবং বহু জায়গায় গিয়েছি। আপনি কী করেছেন?

পূর্ববর্তী নিবন্ধকন্যা সন্তানের বাবা হলেন আমির
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন শুরু