পপুলার২৪নিউজ ডেস্ক :
বাংলাদেশে বছরে এক লাখ মানুষের মধ্যে ২২৫ জন যক্ষা রোগে নতুনভাবে আক্রান্ত হচ্ছে। এই রোগে বছরে প্রতি লাখ মানুষের মধ্যে ৪৫ জন মারা যাচ্ছে।
কাজেই এই অবস্থার পরিবর্তনে জনসচেতনতা সৃষ্টির কোন বিকল্প নাই। সোমবার বেলা ১১টায় স্থানীয় প্যারীমোহন লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত যক্ষা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে আয়োজিত এক মত বিনিময় সভায় এসব তথ্য প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নাটাব জেলা সমিতির সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান বাবলু।
সভায় নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান প্রধান অতিথি এবং ডাঃ এএফএম নুরুজ্জামান মুন্সি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান প্রধান অতিথি এবং ডাঃ এএফএম নুরুজ্জামান মুন্সি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন এবং নাটাবের কেন্দ্রীয় সোস্যাল মোবিলাইজার জাহিদ হোসেন চৌধুরী বক্তব্য রাখেন। সভায় নওগাঁর সকল ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।