অর্থ সংকটে বোরো আবাদের দুশ্চিন্তায় ভুগছেন হাওরাঞ্চলের কৃষক

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

অর্থ সংকট আর বীজ প্রাপ্তির অনিশ্চয়তায় আগামী বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সুনামগঞ্জের কৃষকেরা। মৌসুমের শুরুতেই বীজ সরবরাহ করা না গেলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে মনে করছেন উন্নয়নকর্মীরা। বার বার ফসল হারানোতে হাওরের ঘরে ঘরে অভাব-অনটন চলছে। মহাজনী ঋণের জালে মানুষ বন্দি। আগামী বোরো ফসল ঘরে উঠার আগ পর্যন্ত পুরোপুরি মুক্তির নেই কোনো সম্ভাবনা।
গত বোরো মৌসুমে ২ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। এর মধ্যে এক লাখ ৬৭ হাজার হেক্টর জমির ফসল চৈত্র মাসে অকাল বন্যায় তলিয়ে যায়। বোরো ফসল হারিয়ে সর্বশান্ত কৃষক দিশেহারা। এরপর শ্রাবণের বন্যায় রোপা আমন ও বীজ তলা হারিয়েছেন। এ কারণে আগামী মৌসুমে বোরো চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। আশঙ্কা করা হচ্ছে, সরকারি সহায়তা না পেলে মহাজনি ঋণের চক্রে জড়িয়ে পড়া ছাড়া আর কোনো উপায় থাকবে না কৃষকদের সামনে।
কেয়ার বাংলাদেশ রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার আব্দুল মালেক খান বলেন, হাওরের কৃষক বাঁচাতে বীজ, সার, ডিজেলসহ আনুসাঙ্গিক উপকরণ ক্রয়ে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের উদ্যোগ প্রয়োজন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জাহেদুল হক বলেন, আগামী বোরো মৌসুমে চাষাবাদের সকল কৃষি উপকরণ যথাসময়ে কৃষকদের মধ্যে সরবরাহ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকলম্বিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত পোপ
পরবর্তী নিবন্ধ‘বাহুবলী’কে দেখে খিদে পেয়েছে শ্রদ্ধার