রোহিঙ্গাদের সহায়তা করতে প্রস্তুত তুরস্ক

পপুলার২৪নিউজ ডেস্ক :

বাংলাদেশে শরণার্থী হয়ে আসা রোহিঙ্গাদের সহায়তা করতে তুরস্ক প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
রোববার কাজাখস্তানের রাজধানী আস্তানায় ইসলামী রাষ্ট্রগুলোর শীর্ষ সংগঠন ওআইসির প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে তিনি একথা জানান।

এরদোগান বলেন, মিয়ানমারের রাখাইনে আমাদের মুসলিম ভাইদের অমানবিক নির্যাতন করা হচ্ছে,বাড়িঘর ছেড়ে তাদের চলে যেতে বাধ্য করা হচ্ছে।তাদের প্রতি এ আচরণ আমাদের সম্মিলিতভাবে বন্ধ করতে হবে।

এই নির্যাতন বন্ধ করতে তিনি মিয়ানমার ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, নির্যাতনের শিকার হয়ে যেসব মুসলিম শরণার্থী বাংলাদেশে আসছেন,তাদেরও মানবিক সহায়তা প্রয়োজন। এ নিয়ে আমরা বাংলাদেশকে জানিয়েছি।

তিনি আরও বলেন, মিয়ানমারের এ নির্যাতন বন্ধ করতে মুসলিম দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমাদের সবার একত্রে কাজ করতে হবে।

সপ্তাহখানেক আগে নতুন করে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী ও সেখানকার স্থানীয় বৌদ্ধরা।

পূর্ববর্তী নিবন্ধমোরেলগঞ্জে জাপায় যোগ দিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী
পরবর্তী নিবন্ধযুবরাজের সঙ্গে ডেট করছেন ‘বিগ বস’ তারকা বাণী!