মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে উখিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি পরিদর্শনে আগামী মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, মঙ্গলবার উখিয়ার কুতুপালংয়ে গিয়ে সরকারপ্রধান রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন।

এদিকে রোহিঙ্গাদের আশ্রয়ে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ২০ একর জমি দেওয়া হচ্ছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এও জানা গেছে, ওই জমিতে ১০০০ তাঁবু বরাদ্দ দিয়েছে বাংলাদেশ সরকার।

দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। এর পরই বাংলাদেশ সীমান্তে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামে। প্রায় ২ লাখ ৯০ হাজার রোহিঙ্গা এরই মধ্যে বাংলাদেশে ঢুকেছে বলে জাতিসংঘের কর্মকর্তারা ধারণা করছেন।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারের পণ্য বর্জনের আহ্বান : গণজাগরণ
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের পাশে কলকাতা, বিশাল মিছিলে অবরূদ্ধ শহর