পাঁচশ উইকেট ক্লাবের  নতুন সদস্য এন্ডারসন

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাঁচশ উইকেট ক্লাবের নয়া সদস্য জিমি এন্ডারসন
বিশ্বের ষষ্ঠ ও ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচশ উইকেট ক্লাবের সদস্য হলেন ডান-হাতি পেসার জিমি ( জেমস ) এন্ডারসন। ক্যারিয়ারে নিজের ১২৯তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টের দ্বিতীয় দিন ৪ রান করা ক্রেইগ ব্র্যাথওয়েটকে আউট করে পাঁচশ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তিনি।
এন্ডারসনের আগে টেস্ট ফরম্যাটে পাঁচশ উইকেট শিকার করা অপর পাঁচ বোলার হলেন- শ্রীলঙ্কার অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরন, অস্ট্রেলিয়ার লেগ স্পিনার শেন ওয়ার্ন, ভারতের লেগ স্পিনার অনিল কুম্বলে, অস্ট্রেলিয়ার পেসার গ্লেন ম্যাকগ্রা ও ওয়েস্ট ইন্ডিজের পেসার বাংলাদেশ দলের বর্তমান বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তাই ম্যাকগ্রা ও ওয়ালসের পর বিশ্বের তৃতীয় পেসার হিসেবে পাঁচশ উইকেট পেলেন এন্ডারসন।
২০০৩ সালে এই লর্ডসেই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক ঘটে এন্ডারসনের। এরপর ইংল্যান্ডের জার্সি গায়ে নিজের সেরাটাই দিয়ে গেছেন তিনি। ১২৯ ম্যাচের ২৪২ ইনিংসে ২৩বার ৫ বা ততোধিক এবং তিনবার ম্যাচে ১০ বা ততোধিক উইকেট নেন এন্ডারসন।
ইংল্যান্ডের হয়ে রঙ্গিন জার্সি গায়েও চোখ ধাধাঁনো পারফরমেন্স রয়েছে এন্ডারসনের। ১৯৪ ম্যাচে অংশ নিয়ে ২৬৯ উইকেট শিকার করেছেন তিনি। আর ১৯টি-২০ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট।
টেস্ট ক্রিকেট পাঁচশ উইকেট শিকারী তালিকা:
খেলোয়াড় ম্যাচ ইনিংস উইকেট
মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা) ১৩৩ ২৩০ ৮০০
শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) ১৪৫ ২৭৩ ৭০৮
অনিল কুম্বলে (ভারত) ১৩২ ২৩৬ ৬১৯
গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) ১২৪ ২৪৩ ৫৬৩
কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ) ১৩২ ২৪২ ৫১৯
জেমস এন্ডারসন (ইংল্যান্ড)* ১২৯ ২৪২ ৫০১
পূর্ববর্তী নিবন্ধকাজাখস্তান গেলেন রাষ্ট্রপতি
পরবর্তী নিবন্ধসীমান্তে স্থল মাইন পেতেছে মিয়ানমার : অ্যামনেস্টি