টুইটে নিজের গোপন তথ্য ফাঁস করলেন শচিন

পপুলার২৪নিউজ ডেস্ক:
ব্যাট হাতে ক্রিকেট দুনিয়া শাসন করেছেন। বিশ্বের বাঘা বাঘা বোলারদের কঠিন বল সহজেই পড়তে পারতেন তিনি। তাই তো ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রান সংগ্রাহকও তিনি।

বলা হচ্ছে ভারতের সাবেক ক্রিকেটার শচিন টেন্ডুলকারের কথা।

বোলারদের কঠিন দুসরা থেকে ইয়র্কার পড়তে পারলেও পাঠ্যপুস্তক পড়ার ক্ষেত্রে তিনি যে মোটেও ভালো ছিলেন না সম্প্রতি সেই গোপন কথাটা নিজেই ফাঁস করেছেন ক্রিকেটের এই লিটল মাস্টার।

 

মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজের ছোটবেলার ছবি পোস্ট করে শচিন লিখেছেন- ‘এই ব্যাপারে আমি কখনওই বড় স্কোরার ছিলাম না।’

সাদা-কালো সেই ছবিতে ঝাঁকড়া চুলের শচিন বেশ মন দিয়েই দেখছেন বই। কিন্তু এই ছেলেই যে একদিন দেশের তথা বিশ্বের সেরা নাম হয়ে উঠবেন তা বুঝেছিলেন তার বড় ভাই।

তাই লেখাপড়ায় শচিনকে ব্যস্ত না করে ক্রিকেট খেলতে উদ্বুদ্ধ করেছিলেন তিনি।

ঝাঁকড়া চুলের সেই শিশুটির ব্যাট হাতে অভিষেক হয় ১৯৮৯ সালে, পাকিস্তানের মাটিতে। তার পরেরটা তো ইতিহাস।

অলটাইম গ্রেট ক্রিকেটারের তালিকায় শীর্ষে থাকা এই ক্রিকেটারের দখলে রয়েছে ১০০ সেঞ্চুরি। যার ধারে কাছেও নেই কোনো ক্রিকেটার।

পূর্ববর্তী নিবন্ধআরও দশ বছর খেলতে চান কোহলি
পরবর্তী নিবন্ধপাঁচ টাকার টিকিটে স্বাস্থ্যসেবা নিলেন প্রধানমন্ত্রী