কোটালীপাড়ায় ৩০ বস্তা শামুক অবমুক্ত

হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩০ বস্তা শামুক বুধবার রাতে আটক করে জলাশয়ে অবমুক্ত করেছে ভ্রাম্যমান আদালত ।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিলাল হোসেন এসব শামুক আটকের পর তা খালের পানিতে অবমুক্ত করেন।
জিলাল হোসেন জানান, কোটালীপাড়া উপজেলার রামনগর থেকে ১টি টমটমে করে ৩০ বস্তা শামুক বাগেরহাট জেলার চিতলমরীতে নিয়ে যাওয়া হচ্ছিল। টমটমটি উপজেলার পারকোনা ব্রীজের উপর আসলে ওই টমটমটিকে আটক করা হয়। টমটম থেকে ৩০ বস্তা শামুক উদ্ধার করে উম্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, এখানে শামুক নিধন অব্যাহত রয়েছে। আর এই নিধন বন্ধে আমরা নানা ধরণের কর্মসূচি নিয়েছি। এ কর্মসূচির অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকোটালীপাড়ায় আট হাজার তালবীজ রোপন
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত