ফেলানী হত্যার পরবর্তী শুনানি ২৫ অক্টোবর

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারতের সুপ্রিমকোর্টে ফেলানী হত্যা বিষয়ে করা রিট মামলার পরবর্তী শুনানি আগামী ২৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার ৯ নং আদালতের বিচারক বিচারপতি রামায়ণ ও বিচারপতি অমিতাভ রায়ের যৌথ বেঞ্চ এ দিন ধার্য করেন।

ফেলানীর বাবাকে সহায়তাকারী আইনজীবী কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন এ খবর নিশ্চিত করেছেন।

ফেলানীর বাবা এ রিটটি দায়ের করেন। একই বিষয়ে আরও একটি রিট থাকায় আদালত যেকোনো একটি রিট শুনানির জন্য সংশ্লিষ্ট আইজীবীদের সিদ্ধান্ত নিতে বলেন।

ফেলানীর হত্যা বিষয়ে প্রথম রিটটি করেন ভারতের বিশিষ্ট আইনজীবী অপর্ণা ভাট। পরবর্তী সময়ে ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরুর অনুরোধে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) ভারতের সুপ্রিমকোর্টে ২০১৫ সালের ১৩ জুলাই অপর রিট মামলাটি দায়ের করেন।

ফেলানী হত্যা মামলায় ফেলানীর বাবাকে সহায়তাকারী আইনজীবী কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন এ খবর নিশ্চিত করেছেন।

২০১১ সালের ৭ জানুয়ারি বাবার সঙ্গে দালালদের মাধ্যমে সীমান্ত পার হতে গিয়ে কুড়িগ্রামের  অনন্তপুর সীমান্তে বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে প্রাণ হারান বাংলাদেশি কিশোরী ফেলানী।

দেশ ও বিদেশে তীব্র সমালোচনার মুখে একে একে দুবার বিএসএফ তার নিজস্ব আদালতে বিচারের মুখোমুখি করে অভিযুক্ত অমিয় ঘোষকে। কিন্তু দু’বারই খালাস পেয়ে যান অমিয় ঘোষ।
পরে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চের সহায়তায় ফেলানী হত্যার বিচার ও ক্ষতিপুরণ চেয়ে ভারতের সুপ্রিমকোর্টে আবেদন করেন ফেলানীর বাবা নুরুল ইসলাম নুরু।

পূর্ববর্তী নিবন্ধমিরপুর জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত
পরবর্তী নিবন্ধদলে মুশফিকের ভূমিকা নির্ধারণ করা হবে: আকরাম খান