বিধবাকে এসিড নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ২

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

রংপুরের বদরগঞ্জে সেলিনা বেগম (৩৫) নামে এক বিধবা নারীকে এসিড নিক্ষেপের ঘটনায় বদরগঞ্জ থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বুধবার রাতে বিধবার নারীর ভাই শাহিন বাদী হয়ে থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। এদিন রাতেই অভিযান চালিয়ে সেলিনার ভাসুর আজগর (৪৫) ও আরেক ভাসুর আজিজুলকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এ এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসিড নিয়ন্ত্রণ আইন ২০০২ মোতাবেক থানায় মামলা দায়ের পর ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, উপজেলার রাধানগর ইউপির দিলালপুর ছাতারপাড় গ্রামের মৃত অহিদুল হকের স্ত্রী সেলিনা বেগম। ওই নারীর প্রাপ্য জমি ও বসতভিটা থেকে বঞ্চিত করার উদ্দেশে গত মঙ্গলবার রাতে ঘরের জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে দুবৃর্ত্তরা। এতে ওই নারীর ডান হাতের কনুই ও পায়ের কিছু অংশ ঝলসে যায়। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দেখায় সানিকে তাঁর স্বামী কী ভেবেছিলেন জানেন?
পরবর্তী নিবন্ধদারুস সালামে বাড়িওয়ালা ও প্রহরী গ্রেপ্তার