নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
মায়ানমারে নির্বিচারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা-নির্যাতন বন্ধের দাবিতে ছাতকের কালারুকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার কালারুকাকা ইউনিয়নের হাসনাবাদ-অষ্টগ্রাম গ্রামবাসীর ব্যানারে ছাতক-সিলেট মহাসড়কের হাসনাবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সর্বস্থরের মানুষ। মানববন্ধন চলাকালে জামে ইসলামিয়া দারুল হাদিস হাসনাবাদ মাদ্রাসার শিক্ষক মাও. ইছকন্দর আলীর সভাপতিত্বে ও মাও. আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রাজাপুর মহিলা মাদ্রাসার মুহতামিম মাও. মুহিবুর রহমান, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি মাও. সদরুল আমিন, ছাতক পৌরশাখার সেক্রেটারি ফারুক আহমদ, হাসনাবাদ মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাও. আব্দুল কাদির, শিক্ষক মাও. বদরুল ইসলাম, মাও. আব্দুল হক, মাও. আরব আলী, মাও. শওকত আহমদ, ইউপি সদস্য সদরুল ইসলাম, হাসনাবাদ বাজার কমিটির সভাপতি আরশ আলী, খেলাফত মজলিস নেতা মাও. হাবিবুর রহমান, সদরুল আমিন, হাজি কদরুল ইসলাম, কফিল উদ্দিন, আলতাব আলী, আব্দুর রহমান জাবেদ, হেলাল আহমদ, সিরাজুল ইসলাম, মাহমদ আলী, মাও. নরুল আমিন, মাও. হোসাইন আহমদ, মিজানুর রহমান আমরু, আইছ আলী, ইবরাহিম আলী, সুজন মিয়া, খুরশিদ আলম, আব্দুল্লাহ, মোহাম্মদ আলী, নোমান আহমদ প্রমুখ। বক্তারা বলেন, মায়ানমার সরকার ও বৌদ্ধ ভিক্ষুরা আন্তর্জাতিক আইন লংঘন করে মুসলিম নিধনে মেতে উঠেছে। বর্বর ন্যাড়া ভিক্ষুরা নারী-পুরুষ ও শিশু নিবির্কচারে চালাচ্ছে গণহত্যা। মসলমানদের হত্যা ও নির্যাতন-নিপীড়ন বিরুদ্ধে বিশ্ব মুসলিম জাগ্রত হওয়ার আহবান জানান বক্তারা। চালাচ্ছে। এসময় বক্তারা অংসাং সূচির শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবি জানান।