ছাতকে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২৫

 

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকের পল্লীতে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ২৫ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৭ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যায় ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র ঝিগলী গ্রামের আবুল হাসনাত ও আজিজুর রহমান পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে এর আগেও একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পক্ষে-বিপক্ষে মামলা-মোকদ্দমাও বিচারাধীন অবস্থায় রয়েছে। মঙ্গলাবার সন্ধ্যায় আজিজুরের বাড়ির পার্শ্ববর্তী পাকা সড়কে গুলি ছুঁড়ার শব্দকে কেন্দ্র করে আবুল হাসনাত ও আজিজুর রহমান পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২৫ ব্যক্তি আহমত হয়। গুরুতর আহত আব্দুল কাইয়ূম (৫০), সজ্জাদ মিয়া (৩৫), সালেক মিয়া (৩০), দবির মিয়া ৩৫), জলাল (২৫), দিলায়ার (৩০), তারেক আহমদ (২৫) জনকে সিলেট ওসমানী মেেিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারজানা বেগম (৪৫), তাহমিনা (১৫), ইমন (২০), ছিদ্দেক আলী (৩০), নয়ন আহমদ (২২), মিলন (১৭), জীবন (১৫)সহ অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচালু হয়েছে অন লাইন এবং ট্র্যাভেলিং সার্ভিস
পরবর্তী নিবন্ধনাফ নদী থেকে আরও ৬ রোহিঙ্গার লাশ উদ্ধার