পর্যটকদের পদচারণায় মুখরিত টেকেরঘাটের শহীদ সিরাজী লেক

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি, পপুলার২৪নিউজ:

পবিত্র ঈদুল আযহার ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত শহীদ সিরাজী লেক। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে শহীদ সিরাজী লেকে পর্যটকদের মিলন-মেলায় পরিণত হয়েছে। এই লেকের আশপাশে পর্যটক এখন আনন্দ উল্লাসে মেতে উঠেছে। এখানে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
বিসিআইসি চুনাপাথর খনি প্রকল্পের পাথর কোয়ারি কে এক সময় সবাই চিনত ‘নীলাদ্রি লেক’ নামে। এক পর্যায়ে এ স্থানটি সংলগ্ন সমায়িত একজন বীর মুক্তিযুদ্ধার নামে নামকরণ করে এখন নাম রাখা হয়েছে শহীদ সিরাজী লেক। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট মেঘালয় সীমান্তবর্তী শহীদ সিরাজী লেকের অবস্থান।
জানা যায়, ১৯৪০ সালে সুনামগঞ্জের ছাতকে নির্মাণ করা হয় আসাম বাংলা সিমেন্ট ফ্যাক্টরি। ভারতের মেঘালয় পাহাড় থেকে চুনাপাথর সংগ্রহ করে এর চাহিদা মেটানো হতো। ১৯৪৭ সালে দেশ ভাগের পর বিভিন্ন সমস্যা ও ব্যয় বৃদ্ধির কারণে ভারত থেকে চুনাপাথর সংগ্রহ বন্ধ হয় পড়লে সিমেন্ট ফ্যাক্টরিটি চালু রাখতে তাহিরপুর সীমান্তের টেকেরঘাটে এলাকার ৩২৭ একর ভূমির উপর জরিপ চালিয়ে ১৯৬০ সালে চুনাপাথরের সন্ধান পায় বিসিআইসি কর্তৃপক্ষ। সন্ধানের পর ১৯৬৬ সালে থেকে খনিজ প্রকল্প চালু করে মাইনিংয়ের মাধ্যমে দীর্ঘদিন পাথর উত্তোলন করা হয় এই লেক থেকে। পরবর্তীতে ১৯৯৬ সালে প্রকল্পটি লোকসানি প্রতিষ্ঠান দেখিয়ে কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
তাহিরপুর সীমান্তে দৃষ্টিনন্দন এ পাথর কোয়ারির অবস্থান হলেও যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় পর্যটকদের কাছে অধরাই ছিল এর সৌন্দর্য্য। দিন দিন ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে শহীদ সিরাজী লেকটি। এখানে আসা পর্যটকরা এ লেকটিকে বিভিন্ন নাম উপস্থাপন করতে দেখে সুনামগঞ্জ জেলা প্রশাসন মতামতের ভিত্তিত্বে এই লেকটির নাম করণ করেছেন শহীদ সিরাজী লেক।
সুনামগঞ্জ জেলা প্রশাসন আরো সৌন্দর্যৗ করে গড়ে তুলতে লেকের আশপাশে পর্যটকদের জন্য ৪৬ লাখ ৯৭ হাজার ৫৯৩ টাকা ব্যায়ে এখানে নৌকা ঘাট, গণ শৌচাগার, ৫টি ছাতা, সীমানা প্রাচীর, বসার বেঞ্চ, গোলঘর নির্মাণ, রাত্রি যাপন ও থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে শহীদ সিরাজী লেক ও টাঙ্গুয়া হাওরে দিনরাত পুলিশিং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খান জানান, ঈদ ছাড়াও এখানে প্রতিদিন শত শত পর্যটকদের আগমন লক্ষনীয়। অবকাঠামোগত উন্নয়ন করে পর্যটন এরিয়া বাস্তবায়ন হলে সরকার এ স্পট থেকে কোটি টাকা রাজস্ব আয় পাবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রমাণ না থাকলে রোহিঙ্গাদের ফেরত নেবে না মায়ানমার
পরবর্তী নিবন্ধকোকেন চোরাচালান মামলা অধিকতর তদন্ত করবে র‌্যাব