ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচলে ধীরগতি

পপুলার২৪নিউজ ডেস্ক :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকযোগে কোরবানির গরু যাচ্ছে রাজধানী ঢাকায়।

আর ফেরার সময় ওই ট্রাকগুলোতে ঈদে ঘরমুখো মানুষ কম ভাড়ায় যাত্রী হয়ে ফিরছেন। আর মাত্র একদিন পরেই ঈদ। ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ছুটছে মানুষ আপন নীড়ে। এই মহাসড়কে যানবাহন চাপ থাকলেও যানজট নেই খুব একটা। তাই শেষ মুহূর্তে মানুষকে খুব একটা ভোগান্তি পোহাতে হচ্ছে না। তবে যান চলাচলে রয়েছে ধীরগতি।বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও চারলেনের জন্য নির্মিত কাঁচা সড়ক দিয়ে দূরপাল্লার গাড়িগুলো পাশ কাটিয়ে চলে যাওয়ায় যানজটের কবল থেকে রক্ষা পাচ্ছে যানবাহনগুলো। ছোট খাটো সড়ক দুর্ঘটনা না ঘটলে তেমন একটা যানজটের সৃষ্টি হবে না বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম।

এছাড়াও মহাসড়ক সংস্কার, রেলক্রসিং, বাস স্টেশন ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে কয়েকটি পয়েন্টে থেমে থেমে চলছে যানবাহন। বৃহস্পতিবার ভোর থেকে কয়েকটি পয়েন্টে যানবাহনগুলোর ধীরগতি রয়েছে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গাজীপুরের চন্দ্রা থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত চারলেনের কাজ চলছে। উত্তরবঙ্গের ২৬টি জেলার ৯২টি রোডসহ ১২২ রোডের যানবাহন এ মহাসড়ক দিয়ে চলাচল করায় রাস্তায় যানবাহনের চাপ বেশি। যে কারণে এ মহাসড়কে যানবাহন চলাচলে এমনিতেই ধীরগতি রয়েছে। এর মধ্যে ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় বিকল হওয়া ও ছোট খাটো দুর্ঘটনার কারণে মাঝে মধ্যেই যানজটের সৃষ্টি হচ্ছে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চন্দ্রা থেকে যানজটের সূত্রপাত হলেও টাঙ্গাইলের মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিং, গোড়াই বাসস্ট্যান্ড, মির্জাপুর বাইপাস, পাকুল্লা, নাটিয়া পাড়া, করটিয়া, পৌলি ও এলেঙ্গা পয়েন্টে অতিরিক্ত গাড়ির কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম জানান, মহাসড়কের বিভিন্ন জায়গায় সংস্কার কাজ চলছে। মহাসড়কের অনেকাংশেই একপাশ দিয়ে গাড়ি চলাচল করতে হচ্ছে বলে কয়েকটি পয়েন্টে যানজটের সৃষ্টি হলেও হাইওয়ে ও জেলা পুলিশ সঠিক তদারকির কারণে কোথাও যানজট দীর্ঘস্থায়ী হচ্ছে না। মহাসড়ক সচল রাখতে সোমবার থেকে ৭০০ পুলিশ মহাসড়কে কাজ করছে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধরাজধানীতে হাটভর্তি গরু বিক্রি কম
পরবর্তী নিবন্ধব্যাপক মৌসুমি বৃষ্টিপাতে মুম্বাইয়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৪, নিখোঁজ ১৩