যখন কোনো পুরুষ বলেন তিনি একজন নারীবাদী তাকে অনেক বিষয়েই নিরাপদ মনে করেন মেয়েরা। পুরুষরা অনেক সময়ই বিভ্রান্তিতে ভোগেন কীসে নারীদের বেশি আকৃষ্ট করে। মক্তিশালী মাংসপেশি নারীদের আকৃষ্ট করে ভেবে অনেকেই জিমে গিয়ে ঘাম ঝরাতে থাকেন। অনেকে আবার মনে করেন বেশি টাকা আয় করতে পারলে এবং সামাজিক মর্যাদা থাকলে ভালো ও সঠিক জীবন সঙ্গীনি পাওয়া যায়।
কিন্তু সত্য হলো আজকাল নারীবাদী পুরুষদেরকেই মেয়েরা বেশি হট বা আকর্ষণীয় মনে করেন। অন্তত আজকাল পুরুষ সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে এই একটি গুনকেই বেশি করে দেখেন নারীরা। যেসব নারী আত্মনির্ভরশীল এবং স্থিতিশীল ক্যারিয়ার গড়তে পেরেছেন তাদের কাছে পুরুষ সঙ্গীর চেহারা-সুরত এবং আর্থ-সামাজিক স্ট্যাটাস একটু পরেই বিবেচনায় আসে। তারা সবার আগে দেখেন পুরুষটি নারীদের প্রতি সহানুভূতিশীল কিনা।
আসুন জেনে নেওয়া যাক নারীবাদী পুরুষদের বৈশিষ্ট্যগুলো:
১. তারা নারীদের সম্মান করেন
নারীবাদী পুরুষরা নারীদেরকে নিজেদের সমান সামাজিক মর্যাদার অধিকারী ভাবেন। নারীদেরকে সম্মান করেন। তারা জানেন, লিঙ্গভেদে শ্রেষ্ঠত্ব এবং নিকৃষ্টতা একটি বিভ্রম।
আর মানুষে মানুষে সাম্যই হলো একমাত্র সত্য।২. তারা জানেন স্বাধীনতা মানে কী
একজন নারীবাদী পুরুষ এমন একজন আত্মনির্ভরশীল নারীকেই জীবন সঙ্গিনী হিসেবে বাছাই করেন যে নারীটি জানেন তিনি কী করছেন। নারীবাদী পুরুষ কখনো তার সঙ্গীনির জীবনের ওপর খুব বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান না। কারণ তিনি বিশ্বাস করেন তার সঙ্গীনিরও নিজস্ব একটা জীবন আছে।
৩. এরা কখনো পুরুষ অহং প্রকাশ করেন না
যেসব পুরুষ নিজের পৌরুষ নিয়ে গর্ব বোধ করেন বা পুরুষ অহং প্রকাশ করেন সেসব পুরুষ টেকসই সম্পর্ক গড়তে পারেন না। একজন নারীবাদী পুরুষ তার অহংকে দূরে সরিয়ে রেখে তার জীবন সঙ্গিনীর সঙ্গে ভালো আচরণ করেন।
৪. সুশিক্ষিত
নারীবাদী পুরুষরা সুশিক্ষিত হয়ে থাকেন। ফলে তারা বিনয়ী এবং সুন্দর আচরণ করেন।
৫. নিরাপদ
একজন নিরাপদ পুরুষ তিনিই যিনি ভালোবাসার নামে আপনার জীবনে অহেতুক বিধি-নিষেধের বেড়াজাল টেনে দিবে না। বরং আপনাকে সুস্থ্য-স্বাভাবিক জীবন-যাপনের সুযোগ করে দিবে।
৬. সমাজকে বদলে দিচ্ছে
একশ বছর আগে সমাজটা ভিন্ন রকম ছিল। পুরষরা সেসময় নারীদেরকে ভিন্নচোখে দেখত। কিন্তু সময় বদলে গেছে। বিশ্বব্যাপী নারীর প্রতি দৃষ্টিভঙ্গী বদলাতে শুরু করেছে কয়েক দশক আগে থেকেই। আর নারীবাদী পুরুষরাই এই সমাজ বদলের অগ্রপথিক।
৭. ভণ্ডামি করেন না
আজকাল প্রচুর পুরুষ আছেন যারা নারীদের ক্ষমতায়ন নিয়ে প্রচুর বকেন। কিন্তু গভীরভাবে তাদের পারিবারিক জীবনে নজর দিলে দেখা যাবে উল্টো চিত্র। তারা হয়তো নিজেদের বোন বা মেয়েরাই রোমাঞ্চকর কোনো পেশার পেছনে ছুটুক বা নিজেদের স্বপ্নের প্রেমিক পুরুষকে বিয়ে করুক তা চান না। নারীবাদী পুরুষরা এমন ভণ্ডামি করেন না। তারা নিজেদের মূল্যবোধগুলো সত্যিই লালন করেন।
সূত্র: বোল্ড স্কাই