ম্যাচসেরা বিশ্বসেরার যত রেকর্ড

আবারও বাংলাদেশের এক অনন্য জয়ের নায়ক হলেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে ২০ রানের দারুণ এক জয় এনে দিলেন দলকে। দুই ইনিংসে তুলে নিয়েছেন অজিদের ১০ উইকেট। প্রথম ইনিংসে দলের মহাবিপদে তামিমের সঙ্গে গড়েছেন ১৫৫ রানের জুটি। নিজে করেছেন ৮৪ রান। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।  এই আনন্দের দিনে দারুণ এক রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’।

ক্যারিয়ারের ৫০তম টেস্টের দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়েছেন সাকিব। টেস্টে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো ম্যাচে ন্যূনতম ১০ উইকেট এ অলরাউন্ডারের। বাংলাদেশের হয়ে টেস্টে দুই ম্যাচে ন্যূনতম ১০টি করে উইকেট নেওয়া প্রথম বোলারও তিনি। ২০১৪ সালে সাকিব এক ম্যাচে প্রথম ১০ উইকেট নিয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টে।

টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের ৩ জন বোলার এক ম্যাচে ন্যূনতম ১০ উইকেট নিয়েছেন। প্রথম এই কীর্তি গড়েছিলেন এনামুল হক জুনিয়র। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। ১১ বছর পর গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে একই কীর্তি গড়েন মেহেদী হাসান মিরাজ। ১৫৯ রানে ১২ উইকেট নিয়ে ইংল্যন্ডকে ধসিয়ে দেন তিনি। তার কয়েকমাস বাদ দ্বিতীয়বারের মত এই কীর্তি গড়লেন সাকিব।

ঢাকা টেস্টের প্রথম তিনদিনের বেশিরভাগ সময় বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু গতকাল তৃতীয় দিনের শেষ সেশনে দুটি ক্যাচ মিস বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেয়। জীবন পাওয়া স্মিথ এবং ওয়ার্নার চতুর্থ দিন পর্যন্ত ১৩০ রানের জুটি গড়েন। সকালে সেঞ্চুরিয়ান ওয়ার্নারকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাকিব। বিপজ্জনক ম্যাক্সওয়েলও তার শিকারে পরিণত হন। এর আগে ৬৮ রানে ৫ উইকেট নিয়ে প্রায় একাই গুঁড়িয়ে দেন অজিদের প্রথম ইনিংস। আর দ্বিতীয় ইনিংসে ২৮ ওভার বল করে ৭ মেডেনসহ ৮৫ রানে ৫ উইকেট নেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিজয়ের আনন্দে ড্রেসিংরুমে যা কাণ্ড করল টাইগাররা! (ভিডিওসহ)
পরবর্তী নিবন্ধনারীবাদী পুরুষদের প্রতি মেয়েরা বেশি আকৃষ্ট হয় কেন?