এবার ঈদে আজম খান থাকছেন দুইটি টেলিফিল্ম, একটি বিশেষ ধারাবাহিক ও চারটি নাটকে

এপপুলার২৪নিউজ ডেস্ক:

টিএন বাংলাতে
নাটক: কালো চিঠি
ঈদের পরদিন
রাত ৮:৩০ মিনিটে
পরিচালনা: চয়নিকা চৌধুরী
রচনা: মাসুম শাহরীয়ার
অভিনয়: শমী কায়সার,মাহফুজ আহমেদ এবং আফসানা মিলি
অন্যান্য  চরিত্রে: আজম খান, তানভির।
একটি বিশেষ চরিত্রে: অরুণা বিশ্বাস এবং নাজিরা আহমেদ মৌ
ডিওপি: সুজন মেহমুদ
সহকারী পরিচালক:  অমিতাভ রানা,সুব্রত মিত্র
একটি আনিসুর রহমান মিলন প্রোডাকশন

বাংলাভিশনে…..
ঈদের ৩য় দিন, দূপুর ২:১০মি:
টেলিফিল্ম : “শৈনু প্রু”….
অভিনয় : তিশা, মনোজ কুমার, উ মং সিং, আলম খসরু, আজম খান…
অনেক দিনের শখ ছিল গুনী নির্মাতা মাহফুজ আহমেদের পরিচালনায় কাজ করার। অনেক পরিশ্রমী একজন নির্মাতা তিনি। চয়নিকা চৌধুরীকে ধন্যবাদতাঁরসাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আর এই সুযোগটা পেলাম আরও একজন গুনী অভিনেত্রী তিশার সাথে। আর ছিলেন মনোজ কুমার,  অনেক সুন্দর একটা অন্যরকম কাজ। লোকেশনটাও ছিল অনেক সুন্দর। বানদরবানের থানচি।

এটিএন বাংলায়
ঈদের চতুর্থ দিন সন্ধ্যা ছয়টায়
নাটক: পথের শেষে
পরিচালনা: চয়নিকা চৌধুরী
রচনা: করেছেন ফারিয়া হোসেন
অভিনয়: তৌকীর আহমেদ,তাসনুভা তিশা,সুজাত শিমুল,আজম খান।
ডিওপি: আসাদুজ্জামান আসাদ
সহকারী পরিচালক: অমিতাভ আহমেদ রানা এবং সুব্রত মিত্র

বাংলা ভিশনে
ঈদের  পঞ্চম দিন সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে
নাটক:  গল্পটি ছোট
পরিচালনা: চয়নিকা চৌধুরী
রচনা: ফারিয়া হোসেন।
অভিনয়: সজল,স্নিগ্ধা,আজম খান, খোরশেদ, অতিথি শিল্পী: মুনিয়া এবং তানভির।
ডিওপি: জুয়েল
সহকারী পরিচালক: অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র

চানেল আইতে ঈদের সপ্তম দিনে
টেলিফিল্ম: সেদিন বসন্ত এসেছিল
রচনা: ফারিয়া হোসেন
অভিনয়: আফজাল হোসেন, সুইটি, সিয়াম আহমেদ, সোনিয়া হোসেন, আজম খান
ডিওপি: জুয়েল দাস
সহকারী পরিচালক: অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র

একুশে টিভির ঈদের বিশেষ ধারাবাহিক
রূপালী
ঈদের দিন থেকে সাত দিন রাত ৮:৩০ মিনিটে
পরিচালনা: সাখাওয়াত মানিক
রচনা: শফিকুর রহমান শান্তনু
অভিনয়: পূর্ণিমা, নাঈম, দীপা খনদকার, আজম খান ও আরো অনেকে।

একুশে টিভিতে
ঈদের নাটক: আসবে বলে
পরিচালনা: চয়নিকা চৌধুরী
রচনা: শফিকুর রহমান শান্তনু
অভিনয়: মনির খান শিমুল, সাদিয়া জাহান প্রভা,তাসনুভা এলভিন,আজম খান,পলাশ,জুটন,
ডিওপি: সুজন মেহমুদ
সহকারী পরিচালক: অমিতাভা আহমেদ রানা ও সুব্রত মিত্র।

অভিনয় আমার পেশা না, শখ। আমার ভাল লাগে। কে কয়টি কাজ করলো, এটা আসলে বড় কথা না। কাজগুলো কেমন মানের হলো সেটাই দেখার বিষয়। তারপরও বলতে হয় একজন শখের অভিনেতার জন্য এবার ঈদে দুইটি টেলিফিল্ম, একটি বিশেষ ধারাবাহিক ও চারটি নাটকে কাজ করা আমার মতো মানুষের জন্য অনেক বড় একটা বিষয়।

এটিএন বাংলার অফিসে শিল্পী চন্দন সিনহা পরিচয় করিয়ে দেন এই সময়ের একজন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর সাথে। চয়নিকা চৌধুরী একজন দারুণ কাজ পাগল মানুষ। তার কাছে আমি কৃতজ্ঞ। তার অনুপ্রেরণা আর উৎসাহ আমাকে এগিয়ে যেতে আশাবাদী করেছে।

ছোটবেলায় বিতর্ক করতাম। কবিতা আবৃত্তি আর অনুষ্ঠান উপস্থাপনা করেছি অনেক। ব্যাংকিং, বিজনেস আর খেলার জগত নিয়ে টেলিভিশনে  টক শো করেছি। গান গাওয়ার শখ ছিল। কিন্তু গানের অনুশীলন করার সুযোগ পাইনি। শখের অভিনয় করতে এসে অনুভব করলাম অভিনয়টা  আসলে সহজ না। অভিনয় শিল্পীরা অনেক পরিশ্রম করে একাজটি করে থাকেন। তাই তাদের সবাইকে আমি সম্মান করি। তবে এটাই সত্যি আমি এই জগতের মায়ায় আজ জড়িয়ে পরেছি। অভিনয় জীবনটাকে আমি এখন খুব এনজয় করি।

পূর্ববর্তী নিবন্ধটেস্ট র‌্যাংকিংয়ে আটে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমহাসড়কে এখন যানজট নেই : ওবায়দুল কাদের