মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বালারহাট বাজারে তাদের আটক করা হয়।
বুধবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে পুলিশ ও বিজিবির আওতায় রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আটক সরওয়ার, জামাল শেখ ও আছমা বেগমসহ অনেকেই জানান, তাদের পরিবারের বাবা-মা ভাইবোন দীর্ঘদিন ধরে ভারতের দিল্লীতে থাকেন। রোববার উপজেলার খালিশাকোটাল সীমান্তের ৯৩৪ আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে ভারতের দিল্লীতে যাওয়ার জন্য দুই দেশের দালালের মাধ্যমে সীমান্ত এলাকায় আসেন।
গত দু’দিন তারা সীমান্তের লাইনম্যান নামে পরিচিত খালিশাকোটালের মৃত অছিমুদ্দিনের ছেলে আফাছ উদ্দিন, একরামুলের ছেলে শফিকুল ইসলাম শফি ও রবীন্দ্রনাথ ভেড়ার ছেলে বিঞ্চু আওতায় সীমান্তে অবস্থান করছিলেন।
দু’দেশের মানবপাচারকারীরা সুযোগ বুঝে খলিশাকোটাল ও বালাতাড়ী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় তারা বালারহাট বাজারে আটক হন।
আটক তাজুল জানান, তাদের প্রতিজনের কাছ থেকে পাচারকারীরা চার হাজার করে টাকা নিয়েছে। ভারতে নিয়ে যাওয়ার জন্য ফুলবাড়ী সীমান্তে তাদের নিয়ে আসা হয়।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, বর্তমানে আটককৃতা আমাদের হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ নেয়া হবে।
নাওডাঙ্গ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা জানান, দু’দিন তারা কোথায় ছিলেন আমি জানি না। এখন তারা আমার ইউনিয়র পরিষদে রয়েছে। তবে তাদের ভারতে পাচারের জন্য সীমান্তে আনা হয়েছে।
নাওডাঙ্গা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, একজন জনপ্রতিনিধি হিসাবে যে দায়িত্ব কর্তব্য সেটি পালন করেছি।
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি বালারহাট বিওপি’র হাবিলদার ইয়াহিয়া জানান, আমরা বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সীমান্তে টহল জোড়দার করেছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।