পপুলার২৪নিউজ ডেস্ক:
১৬ দিন পর চালু লালমনিরহাট-বুড়িমারী রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার পর মঙ্গলবার ভোর ৬টা থেকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
হাতিন্ধার রেল স্টেশন মান্টার নুরুন নবী জানান, সকালে বুড়িমারী স্টেশন থেকে সংস্কার হওয়ায় রেললাইন দিয়ে পার্বতীপুরের উদ্দেশে একটি ট্রেন ছেড়ে যায়। এরপর থেকেই সিডিউল অনুযায়ী অন্যান্য ট্রেনও চলবে বলে জানান ওই রেল কর্মকর্তা।
গত ১২ আগস্ট বন্যার পানির তোড়ে হাতীবান্দায় রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পানি নেমে যাওয়ার পর থেকে সংস্কার শুরু হয়।
১৬ দিন পর আজ ট্রেন চালু হওয়ায় স্বস্তিতে যাত্রীরা।