মাদারীপুর সদর উপজেলায় পৃথক ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একজন স্কুল ছাত্রী ও মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গতকাল রবিবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ উঠেছে। সন্ধ্যায় ওই ছাত্রীকে গুরুতর অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের বাদল হাওলাদারের ছেলে সিরাজুল ইসলাম ওই ছাত্রীকে ঘরে একা পেয়ে যৌন নির্যাতন চালায়। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে পালিয়ে যায় সিরাজুল। পরে স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে অভিযুক্ত সিরাজুল পলাতক।
নির্যাতিত ছাত্রীর খালা বলেন, “আমরা গরীব মানুষ। ওর মা-বাবা দিনমজুর। ধর্ষণকারী সিরাজুলের আত্মীয়রা প্রভাবশালী।
তারা আমাদের হুমকি দিচ্ছে। আমরা এ ঘটনার বিচার চাই। “মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন জানান, এ ঘটনায় জড়িতকে গ্রেপ্তারে অভিযান চলছে।
অপরদিকে, মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের চণ্ডিবর্দী দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে মাদারীপুর সদর থানায় ধর্ষণকারীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
এ ঘটনায় ধর্ষণকারী সদর উপজেলার দুধখালী ইউনিয়নের আইয়ুব আলী মোল্লার ছেলে মুন্না মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি গত বৃহস্পতিবার ঘটলেও মানসম্মানের কথা চিন্তা করে বিষয়টি গোপন রাখে তার পরিবার। গতকাল রবিবার আদালতে ১৬৪ ধারায় ওই ছাত্রীর জবানবন্দি গ্রহণের পর ঘটনাটি জানাজানি হয়। পরে আজ সোমবার দুপুরে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন নির্যাতিতের পরিবার।
পারিবারিক, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার দুধখালী ইউনিয়নের চণ্ডিবর্দী দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো একই এলাকার মুন্না মোল্লা। মাঝেমধ্যে মুন্না ওই ছাত্রীকে মাদ্রাসায় যাতায়াত পথে গতিরোধ করতো এবং বিয়ের প্রস্তাব দিতো। বিষয়টি মাদ্রাসার এক শিক্ষককে জানালে তিনি মুন্নাকে ডেকে গালমন্দ করে চড়থাপ্পড় দেন। এতে মুন্না আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
গত বৃহস্পতিবার মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে মুন্না ও তার তিন বন্ধু ওই ছাত্রীর মুখ চেপে ধরে তাকে অপহরণ করে পর্দা দিয়ে ঢাকা একটি ইজিবাইকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে একটি নির্মাণাধীন ভবনে আটকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে বন্ধুদের পাহারায় মুন্না তাকে ধর্ষণ করে। পরে বিকেলের দিকে অজ্ঞান অবস্থায় ওই ছাত্রীকে চণ্ডিবর্দী এলাকার একটি পুরনো মঠের পাশে ফেলে মুন্না ও তার বন্ধুরা পালিয়ে যায়।
সন্ধ্যায় ওই ছাত্রীর জ্ঞান ফিরলে সে বাড়িতে যায় এবং ধর্ষণের ঘটনাটি তার মা-বাবাকে খুলে বলে। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতেই ধর্ষিতার পরিবার বাদী হয়ে ধর্ষণকারী মুন্না মোল্লার নাম উল্লেখসহ অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে মাদারীপুর সদর থানায় একটি মামলা করে।
ধর্ষণের শিকার ওই ছাত্রী বলে, “লোকলজ্জায় আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম। কিন্তু না আমি ওই নরপশু মুন্নার দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। আমার লেখাপড়া শেষ হয়ে গেল। আমি কিভাবে সমাজে মিশব?”
ওই ছাত্রীর বাবা বলেন, “আমি সমাজে কিভাবে বসবাস করব? আমার তো সবই শেষ, আমি ওই পশু মুন্নার ফাঁসি চাই। ওর ফাঁসি না হলে সমাজে এ ধরনের ঘটনা ঘটবেই। ”
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মূল আসামি মুন্না মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। খুব শিগগির বাকিদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।