ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) দল। আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে উড়াল দেবে তারা। এই সফরে ইংলিশ কাউন্টি দলগুলোর দ্বিতীয় একাদশের বিপক্ষে মোট ৮টি ওয়ানডে খেলবে এইচপি। বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ইংল্যান্ড সফরে ১৬ সদস্যের এইচপি দলের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। তার ডেপুটি হিসেবে থাকছেন তানভীর হায়দার খান। চোখের ব্যথার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়া মোসাদ্দেক হোসেন সৈকত আছেন এইচপি দলে। এছাড়া জাতীয় দলের ক্যাম্পে থাকা পেসার শুভাশীষ রায়ও যাচ্ছেন ইংল্যান্ড।
এর আগে অস্ট্রেলিয়া সফর করেছিল এইচপি দল। সেখানে ৫ ওয়ানডে ও ১টি তিনদিনের ম্যাচ জিতেছিল। অস্ট্রেলিয়া সফরের দলে থাকা এনামুল হক বিজয়, আবুল হাসান রাজু, আবু জায়েদ রাহী এবার সুযোগ পাননি।
স্ট্যান্ড বাই তালিকায় আছেন ৫ ক্রিকেটার।ইংল্যান্ডে ৭-৮ সেপ্টেম্বর নটিংহ্যাম, ১০ সেপ্টেম্বর নর্দান্যান্ট, ১১ সেপ্টেম্বর ল্যাঙ্কাশায়ার, ১২ সেপ্টেম্বর ওয়ারউইকশায়ার, ১৪ সেপ্টেম্বর উস্টারশায়ার, ১৫ সেপ্টেম্বর ওয়ারউইকশায়ার ও ১৭ সেপ্টেম্বর এমসিসির ক্লাবের দ্বিতীয় একাদশের বিপক্ষে খেলবে বিসিবির এইচপি দল। সফর শেষে ১৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা আছে শান্ত-তানভীরদের।
ইংল্যান্ড সফরের এইচপি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাদমান ইসলাম, তানভীর হায়দার খান (সহঅধিনায়ক), ইরফান শুক্কুর, ইয়াসির আলী চৌধুরী, সাইফউদ্দিন, আল-আমিন, মেহেদী হাসান, জুবায়ের হোসেন, আবু হায়দার রনি, এবাদত হোসেন চৌধুরী, ইমরান আলী ইনাম, সৈয়দ খালেদ হোসেন ও শুভাশীষ রায়।
স্ট্যান্ড বাই: মেহেদী হাসান সিদ্দিকী, আজমীর আহমেদ, আবুল হাসান রাজু, আবু জায়েদ রাহী ও নিহাদুজ্জামান।