পপুলার২৪নিউজ ডেস্ক:
মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতায় ৪ শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন’।
সংগঠনটির প্রধান তুন কিন কাতারভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
তিনি জানান, ৪ দিনে সেনাদের নির্যাতনে গৃহহীন হয়েছে ৪০ হাজারের বেশি রোহিঙ্গা মানুষ।
মায়ানমার সরকার বলছে, রাখাইন রাজ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সেখানে নিহতের সংখ্যা ৯৮, যাদের বেশিরভাগই হামলাকারী।
কিন্তু গৃহহীন রোহিঙ্গাদের অভিযোগ- রাখাইনে বিচার বর্হিভূত হত্যাকাণ্ড চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। সেই বর্বরতা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও।
এদিকে, সরকারের এক বিবৃতিতে জানানো হয়- মংডুসহ সংঘাত কবলিত বিভিন্ন এলাকা থেকে চার হাজারের বেশি অমুসলিমকে উদ্ধার করা হয়েছে।
প্রতিবেশী বিভিন্ন শহরের বৌদ্ধ মন্দির, সরকারি দফতর ও পুলিশ স্টেশনগুলোতে উদ্ধারকৃত এসব মানুষকে রাখা হয়েছে বলে জানান সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রী উইন মিত আয়ে।
রোববারই আরাকান স্যালভেশন আর্মিকে রাষ্ট্রীয়ভাবে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে আখ্যা দেয় সুচি প্রশাসন।