বিকাশের সার্ভার হ্যাক করে টাকা চুরির সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বিকাশের মূল সার্ভার হ্যাক করে টাকা চুরির সঙ্গে যুক্ত একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- খোরশেদ, আবুল হোসেন, আরিফুর রহমান, ইকবাল হাসান ও আবদুল হামিদ। তারা এ পর্যন্ত বিকাশের সার্ভার থেকে ১৩ লাখ টাকা চুরি করেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ইউসুফ আলী জানান, এই চক্রটি বিকাশের সার্ভার হ্যাক করে। নিজেদের নামে কেনা সিমে বিভিন্ন অংকের টাকা স্থানান্তর করে। বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা বিকাশ থেকে টাকা চুরির কথা স্বীকার করেছে।

পূর্ববর্তী নিবন্ধক্রিকেটার মারুফের বিরুদ্ধে স্ত্রীর মামলা
পরবর্তী নিবন্ধময়মনসিংহে নিহত ‘জঙ্গির’ পরিচয় মিলেছে