ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া

পপুলার২৪নিউজ ডেস্ক:
আবারও খেলায় ফিরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ৬ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। নিজের দ্বিতীয় শিকারও পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

উইকেটে সেট হওয়া ব্যাটসম্যান ম্যাট রেনশকে ফিরিয়েছেন সাকিব।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১২৩ রান। ম্যাক্সওয়েল এবং ম্যাথুওয়েড উইকেটে রয়েছেন।

এরআগে এর আগে ৩ উইকেটে ১৮ রান নিয়ে সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া।

নিজের দ্বিতীয় ওভারেই অজি অধিনায়ক স্মিথকে বোল্ড করেন মিরাজ। স্মিথ মাত্র ৮ রান করেন।

এরপর ধুকতে থাকা অস্ট্রেলিয়ার ইনিংস মেরামত করেন রেনশ এবং হ্যান্ডসকম্ব। তাদের জুটিতে আসে ৬৯ রান। এরপর জুটি ভাঙেন তাইজুল। হ্যান্ডসকম্বকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। হ্যান্ডসকম্ব ৩৩ রান করেন।

উইকেটে সেট হওয়া রেনশকে ফিরিয়ে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন সাকিব। রেনশ ৪৫ রান করে সৌম্যর হাতে ধরা পড়েন।

প্রথমদিন রোববার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ ২৬০ রানে অলআউট হয়।

দলের পক্ষে সাকিব ৮৪ এবং তামিম ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া বাংলাদেশ দলে আর কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই।

অস্ট্রেলিয়ার হয়ে পেট কামিন্স, নাথান লায়ন ও অ্যাস্টন আগার প্রত্যকেই ৩টি করে এবং গ্লেন ম্যাক্সওয়েল ১টি উইকেট লাভ করেন।

বাংলাদেশকে অলআউট করে মাঠে নামে অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে সাকিব ও মেহেদী হাসান মিরাজের স্পিন জাদুতে বিপর্যয়ে পড়ে সফরকারীরা।

১৪ রানেই তিন উইকেট পড়ে অজিদের। ওয়ার্নার ৮ রানে মিরাজের শিকার হন। নাথান লায়ন রানের খাতা খোলার আগেই সাকিবের বলে প্যাভিলিয়নের পথ ধরেন।

আর উসমান খাজা ব্যক্তিগত ১ রানে রান আউটের শিকার হন।

পূর্ববর্তী নিবন্ধখিলগাঁওয়ে স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু, স্বামী আটক
পরবর্তী নিবন্ধ৬ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’