ভিসা পাওয়া সবাই হজে যেতে পারবে: হাব

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ভিসা পাওয়া সব হজযাত্রীই হজে যেতে পারবেন বলে জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব সাহাদাত হোসাইন তসলিম।

রোববার দুপুরে রাজধানীর আশকোনার হজক্যাম্পে হজ ব্যবস্থাপনার অনিয়ম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, ভিসা সংগ্রহের পরও হজযাত্রীদের ফ্লাইটের ব্যবস্থা না করার অভিযোগ রয়েছে যেসব এজেন্সির বিরুদ্ধে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাদের কপাল পুড়বে।

হাব মহাসচিব হজ অব্যবস্থানার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সৌদি আরব, হজ সংশ্লিষ্ট্ ব্যাংককে দায়ী করেন।

চলতি বছর হজে গমন নিয়ে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে। হজযাত্রীরা ভিসা পাচ্ছেন না, আবার ভিসা পেলেও বিমানের টিকিট পাচ্ছেন না এমন অভিযোগ রয়েছে। বদলি টিকিট কাটতে গিয়ে অতিরিক্ত টাকা গুনতে হয়েছে এমন অভিযোগও এসেছে।

এবছর ৩০টিরও বেশি হজ ফ্লাইট বাতিল করতে হয়েছে যাত্রীর অভাবে।

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে ডোবায় পড়ে ২ শিশু নিহত
পরবর্তী নিবন্ধমুশফিকের স্ত্রীকে নিয়ে পাকিস্তানিদের বাজে মন্তব্য, ফেসবুকে ঝড়