সাকিব-তামিমের শতরানের জুটি

পপুলার২৪নিউজ ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল প্রতীক্ষিত টেস্টে শুরুর বিপর্যয় কাটিয়ে উঠছে বাংলাদেশ। প্রতিরোধ গড়েছেন ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসান। শতরানের জুটি গড়েছেন ৫০তম টেস্ট খেলতে নামা বাংলাদেশের এ দুই তারকা ক্রিকেটার।

সাকিব ও তামিমের ব্যাটে ভর করে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১২০ রান। তামিম ৪৯ এবং সাকিব ৫৬ রান নিয়ে ব্যাট করছেন।

রোববার সকালে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জয়লাভ করেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ক্যাচ তুলে দেন ওপেনার সৌম্য সরকার।

পেট কামিন্সের বলে ব্যক্তিগত ৮ রানে পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন সৌম্য। টেস্টে মাঠে নামলেও সৌম্য খেলেছেন ওয়ানডে স্টাইলে। প্রথম ওভারেও একবার স্লিপে ক্যাচ দিয়েছিলেন এ বামহাতি ব্যাটসম্যান।

ব্যর্থ হয়েছেন ইমরুল কায়েসও। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন এ বামহাতি ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার হয়ে আবারও আঘাত হানেন কামিন্স। উইকেটের পেছনে ক্যাচ দেন ইমরুল। পরের বলেই আবারও উইকেটের পতন। এবার কোনো রান করার আগেই উইকেটের পেছনে ক্যাচ দেন সাব্বির রহমান।

১০ রানেই তিন উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে সাকিব এবং তামিম বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করছেন। বিরতির আগে তাদের জুটিতে আসে ৮৬ রান। বিরতির পর নিজের ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নেন সাকিব।

১৮৩ বলে সাকিব ও তামিমের জুটিতে আসে শতরান।

পূর্ববর্তী নিবন্ধ৫০তম টেস্টে তামিম – সাকিবের দুর্দান্ত ফিফটি
পরবর্তী নিবন্ধদুর্বল হয়ে আসছে হারিকেন হার্ভে; নিখোঁজ ৪০