আবদুল জব্বারের অবস্থা সংকটাপন্ন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার পাওয়া এই শিল্পী বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) আইসিইউতে রয়েছেন।

শনিবার দুপুরের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক দেবব্রত বণিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবদুল জব্বারের দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ অকার্যকর হয়ে পড়ছে। তার শরীর এখন আর কোনো চিকিৎসা গ্রহণ করছে না।

এদিকে শিল্পী আবদুল জব্বারের জন্য দোয়া চেয়েছেন তার বড় ছেলে মিথুন জব্বার।

তিনি বলেন, আমার বাবার অবস্থা আরও খারাপ হয়েছে। কোনোভাবেই উন্নতি হচ্ছে না। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন।

‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’, ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’সহ অসংখ্য কালজয়ী গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী আব্দুল জব্বার।

তিনি ছিলেন স্বাধীনতাযুদ্ধের অন্যতম কণ্ঠসৈনিক।

পূর্ববর্তী নিবন্ধ‘মুন্সীগঞ্জে প্রতিটি গরুর হাটে জাল টাকা সনাক্তকরণ মেশিন বসানো হবে’
পরবর্তী নিবন্ধজিয়া বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করেছেন: প্রধানমন্ত্রী