কথায় বলে, সন্তান যদি কুসন্তান হয়েও থাকে মা নাকি কখনও কুমাতা হতে পারে না। কিন্তু কথায় যা বলা হয় তা সবক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। সময়ের নিয়মে ব্যতিক্রম ঘটেই যায়। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে চীনে। যেখানে শিশুপুত্রের গোপনাঙ্গ কেটে নিল তারই জন্মদাত্রী মা।
আহত শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে তার দাদু-দাদি। প্রায় সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু করা হয়। প্রয়োজনীয় অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, শিশুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে সম্পূর্ণ সুস্থ হতে তার এখনও খানিকটা সময় লাগবে। গোপনাঙ্গের ক্ষতও সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সারবে।
বড় হলে এর জন্য তাকে কোনও অসুবিধাতেও পড়তে হবে না। সন্তানের জন্ম দিতেও সে পারবে।জানা গিয়েছে, বেশ কিছুদিন আগেই শিশুটির বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। ইতিমধ্যেই অন্য এক পুরুষকে বিয়েও করেছে ওই মহিলা। কিন্তু কেন সে ফিরে আসে এবং এভাবে নিজের সন্তানের গোপনাঙ্গ কেটে ফেলে, সে প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না কেউই। ইতিমধ্যেই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে স্থানীয় পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সাবেক স্বামীকে ‘শিক্ষা’ দিতেই এমন কাজ করেছে ওই মহিলা। কিন্তু এরপরও উঠছে প্রশ্ন, এ কেমন ‘শিক্ষা’?