দক্ষিণ সুনামগঞ্জে ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ ৬৯টিই শূণ্য

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

দক্ষিণ সুনামগঞ্জে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূণ্য। ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। প্রধান শিক্ষক না থাকায় ভেঙ্গে পড়েছে চেইন অব কমান্ড।
জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক কর্মরত রয়েছে ৩৮জন এবং ৬৯টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ রয়েছে শূণ্য। প্রাথমিক বিদ্যালয়ে ৪১৬ জন শিক্ষক কর্মরত থাকলেও ১৩৮টি পদ রয়েছে এখনো শূন্য। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংখ্যা প্রায় ২৬ হাজার। শিক্ষক সংকট থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে।
অভিভাবকদের সাথে আলাপ হলে তারা বলেন, প্রধান শিক্ষক ছাড়া প্রতিষ্ঠান চালানো কষ্টের ব্যাপার। অধিকাংশ ইউনিয়নে যাতায়াতে নৌকা ব্যবহার করতে হয়। ‘বর্ষায় নাও হেমন্তে পাও’ প্রবাদটি এ উপজেলার জন্য প্রযোজ্য। তাছাড়া অনেক শিক্ষক চাকরিতে যোগদান করেই বদলির অপেক্ষায় থাকেন। অনেকে তদবিরের মাধ্যমে বদলি হয়ে যান। এতে শিক্ষক শূন্যতার সৃষ্টি হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বজলুর রহমান জানান, শিশুদের শিক্ষার প্রথম স্তম্ভ হল প্রাথমিক শিক্ষা। শিক্ষক সংকট থাকা সত্বেও বিদ্যালয়ে পাঠ দান চলছে। শীঘ্রই শিক্ষক সংকট সমাধান হবে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি সুপ্রিম কোর্টের রায় নিয়ে বাড়াবাড়ি করছে : কাদের
পরবর্তী নিবন্ধকাফরুলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার