যতদিন প্রয়োজন বন্যার্তদের সহায়তা দেওয়া হবে :খন্দকার মোশাররফ হোসেন

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের যেকোনো দুর্যোগ মোকাবিলার সক্ষমতা রয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যতদিন প্রয়োজন বন্যার্তদের ততদিন সহায়তা দেওয়া হবে। আগামী ফসল না ওঠা পর্যন্ত কৃষকদের কাছ থেকে কোনো ঋণের কিস্তির টাকা না নেওয়ার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন তিনি।

আজ শনিবার দুপুরে সদর উপজেলার টেপুরাকান্দি সিঅ্যান্ড ঘাট এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের তিন হাজার বন্যার্ত মানুষের মাঝে চাল, ডাল ও তেলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

 

পূর্ববর্তী নিবন্ধযত উন্নয়ন সব আওয়ামী লীগ সরকারের: কাদের
পরবর্তী নিবন্ধবাংলাদেশের বস্তিবাসীদের পাশে অজি অধিনায়ক