আত্মহত্যা নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন ‘চেঞ্জ ডিরেকশন’

পপুলার২৪নিউজ ডেস্ক:
আত্মহত্যার নানা কারণ বিষণ্নতা, মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়াদি নিয়ে গত বৃহস্পতিবার তরুণদের জন্য সচেতনতামূলক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ডন সামদানি ফ্যাসিলেটেশন এবং ভার্টিকাল হরাইজনের যৌথ উদ্যোগে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (উইল্যাব) সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। প্রত্যয় মেডিকেল ক্লিনিক প্রেজেন্টস ‘চেঞ্জ ডিরেকশন-এ সুইসাইড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন’ পাওয়ার্ড বাই রংপুর রাইডার্স।

সেখানে আত্মহত্যার কারণ হিসেবে বিবেচিত ইত্যাদি সব কিছু নিয়ে তরুণরা যথাযথ নির্দেশনা পায়, সেটাই ছিল এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যয় মেডিকেল সেন্টারে কর্মরত সাইকিয়াট্রিস্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসার ডক্টর মোহাম্মাদ নজরুল হক।

সব সময় তিনি কাছের মানুষদের সঙ্গে নিজের মনের চিন্তা-দুশ্চিন্তা ও অনুভূতি ভাগাভাগি করার গুরুত্ব চিন্তা তুলে ধরেন। সেসঙ্গে মানসিকভাবে দুশ্চিন্তায় ভোগা একজন মানুষের জীবনে তার পরিবার ও বন্ধুর করণীয় ও দায়িত্ব নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।

প্রত্যয় মেডিকেলের সিনিয়র সাইকোলজিস্ট তামিমা তানজিন তুলে ধরেন পরস্পরকে জানার তাৎপর্য। এছাড়া বলেন প্রতিনিয়ত যোগাযোগ রাখার গুরুত্ব। এটাই পরবর্তীতে সকল সমস্যা স্তিমিত করতে সহায়তা করে।

প্রত্যয় মেডিকেল ক্লিনিকের চেয়ারম্যান নাজমুল হক বলেন, জীবনের ভালমন্দ বিষয়গুলো থেকে শুধুমাত্র ভালো দিকগুলোর দিকে মনোযোগ দিতে, তাতেই বিষণ্নতা থেকে দূরে থাকা সম্ভব।

রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তার পাঠানো বার্তায় জানান, জীবন যতই কঠিন হক, কোনো না কোনো উপায় ঠিকই থাকে। একটু আশার আলোর জন্য লেগে থাকা উচিত। কারণ, প্রতিটি জীবনই গুরুত্বপূর্ণ, সবাই গুরুত্বপূর্ণ।

কর্পোরেট ট্রেনার এবং লাইফ কোচ জি. সামদানি ডন বলেন, নিজ নিজ সক্ষমতা ও শক্তি নিয়ে উপলব্ধি করতে এবং ব্যক্তিগত উন্নয়নে তৎপর হতে হবে।

ভার্টিকেল হরাইজনের ব্যবস্থাপনা পরিচালক তৌসিফ আলম বলেন, তাদের মাঝেও অনেক মেধা; তারাও করে দেখাতে পারে অসাধারণ কিছু।

অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হয় সচেতনতামূলক এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পার্টনার ছিল ইউল্যাব, দ্য ডেইলি স্টার, স্টার ইউথ, জিটিভি, রেডিও ফুর্তি, র‌্যাংগস তোশিবা ও উইক্রিয়েট।

পূর্ববর্তী নিবন্ধধর্ষক গুরু রাম রহিমের আশীর্বাদ নিয়ে বিশ্ব মাতাচ্ছেন কোহলি (ভিডিও)
পরবর্তী নিবন্ধহিলিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার