ব্রাসেলসে সেনাদের ওপর চাপাতি হামলা

পপুলার২৪নিউজ ডেস্ক:
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের কেন্দ্রস্থলে টহলরত দুই সেনা সদস্যের ওপর চাপাতি হামলা করেছে এক দুর্বৃত্ত। হামলার শিকার দুই সেনার একজনের মুখমণ্ডল এবং আরেকজনের হাতে চাপাতির আঘাতে ক্ষত হয়েছে।

তবে এসময় গুলিতে ত্রিশ বছর বয়সী ওই হামলাকারী নিহত হয়েছেন। তবে তার পরিচয় নিশ্চিত করা হয়নি।

দেশটির কর্তৃপক্ষ জানায়, ওই হামলাকারী ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয় এবং হাসপাতালে মারা যায়।

গত বছর এক সন্ত্রাসী হামলায় ৩২ জন নিহত হবার পর থেকে ব্রাসেলসের রাস্তায় সেনাবাহিনীর সদস্যরা নিয়মিত টহল দিতে শুরু করে।

গত জুন মাসেই ব্রাসেলসের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে একজন সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীকে গুলি করে হত্যা করে দেশটির সেনারা।

এ অবস্থায় ব্রাসেলসের কেন্দ্রস্থলে থাকা বুলেভার্ড এমিলে জ্যাকমেইনে এই চাপাতি হামলার ঘটনা ঘটল।

কেন্দ্রীয় প্রসিকিউটরের কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, চাপাতি হাতে যে ব্যক্তিটি ওই দুই সেনা সদস্যের উপর আক্রমণ চালায় সে ‘সন্ত্রাসী তৎপরতার জন্য পরিচিত ছিল না’ কিন্তু হামলা চালানোর সময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে ওঠে।

প্রসিকিউটরের কার্যালয় বলছে, শুক্রবারের ওই হামলাটিকে একটি সন্ত্রাসী তৎপরতা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

ঘটনার একজন প্রত্যক্ষদর্শী রায়ান ম্যাকডোনাল্ড টুইটারের লিখেছেন, তিনি ওই এলাকা থেকে গুলির শব্দ শোনেন তারপর পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেন। খবর বিবিসি অনলাইন।

পূর্ববর্তী নিবন্ধখুলনার সঙ্গে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক
পরবর্তী নিবন্ধআরাফাত সানিকে দায়ী করে নাসরিনের আত্মহত্যার চেষ্টা