পপুলার২৪নিউজ ডেস্ক:
কিছুদিন আগেই ন্যু ক্যাম্প ছেড়ে প্যারিসে চলে গেছেন নেইমার । যোগ দিয়েছেন পিএসজিতে। তবু আরও একবার জুটি বাঁধতে দেখা গেল মেসি-নেইমারকে। তবে গোল করতে নয়, পিকেকে খোঁচা দিতেই জুটি বেঁধেছিলেন দুজন।
নেইমার যে চলে যাবেন, সেটা জানতেন জেরার্ড পিকে। তবু শেষ চেষ্টা হিসেবে একটা ছবি দিয়েছিলেন ইনস্টাগ্রামে, নেইমারের সঙ্গে ছবি দিয়ে বলেছিলেন, ‘সে কেদা।’ স্প্যানিশ ভাষায় এ শব্দের অর্থ, ‘সে থাকছে।’ কিন্তু নেইমার চলে যাওয়ার পর সে পোস্টে একের পর এক ‘খোঁচা’ সহ্য করতে হয়েছে তাঁকে। রিয়াল মাদ্রিদের দুই খেলোয়াড় একসঙ্গে ছবি তুলে টুইট করার পর ইকার ক্যাসিয়াসের মতো নিপাট ভদ্রলোকও প্রশ্ন করেছিলেন, ‘সে কেদা?’
গতকাল সে দলে যোগ দিয়েছেন মেসি-নেইমারও। নেইমার ও দানি আলভেজ ছুটি কাটাতে বার্সেলোনায় গিয়েছিলেন কাল। আরও একবার একসঙ্গে হয়েছিল ‘এমএসএন’। নেইমারকে মাঝে রেখে দুপাশে সুয়ারেজ ও মেসি বসে একটা ছবি তুললেন। সে ছবি ইনস্টাগ্রামে দিয়ে মেসি আবার লিখে দিয়েছেন, ‘ভলভিও।’ যার অনুবাদ, ‘সে ফিরেছে।’ তারপরও যদি কারও অর্থ বুঝতে সমস্যা না হয়, সে জন্য তা পিকেকে ট্যাগ করে দিয়েছেন!
একটু পর নেইমারও যোগ দিলেন মজায়। পিকের সঙ্গে ঠিক আগের ভঙ্গিতে ছবি তুললেন। সে ছবি টুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট করে নেইমার জানিয়ে দিলেন, ‘সে কেদা!’
তবে পুরো ব্যাপারটা যে সবাই ‘মজা’ হিসেবেই করেছেন, পরে আরেকটি ছবি দিয়ে সেটি জানিয়ে দিয়েছেন নেইমার। মেসি, সুয়ারেজ, পিকে তো ছিলেনই, নেইমারের সঙ্গে ছবি তুলতে হাজির হয়েছিলেন রাকিটিচ, ডগলাসও। বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়া আলভেজও যোগ ছবিটিতে দিলেন পূর্ণতা।