ভারতে বালির ট্রাককে ট্রেনের ধাক্কা, আহত ৭৪

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে রেল লাইনের উপর পড়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়ার ঘটনায় দিল্লিগামী একটি ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৭৪ জন আহত হয়েছে।

মাত্র চার দিন আগে দেশটিতে এক ট্রেন দুর্ঘটনায় ২৩ জন নিহত হওয়ার পর এ দুর্ঘটনা ঘটলো।

বুধবার রাত আড়াইটার দিকে রাজ্যের অরাইয়া জেলায় পাটা ও আচলদা স্টেশনের মাঝামাঝি রেল লাইনের উপরে পড়ে থাকা ট্রাককে ধাক্কা দেয় দিল্লিগামী কৈফিয়ত এক্সপ্রেস। এতে ট্রেনটির ১০টি বগি লাইনচ্যুত হয়ে যাত্রীরা আহত হন।

ভারতের রেল বিভাগের মুখপাত্র অনিল সাক্সেনা বলেন, উত্তর প্রদেশের উত্তরাঞ্চলীয় রেললাইনটিতে উল্টে যাওয়া একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের কারণে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মী দল পাঠিয়েছি। আহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর আগে গত শনিবারই একই রাজ্যের মুজাফ্‌ফরনগরে একটি উচ্চ গতির ট্রেন লাইনচ্যুত হয়ে একটি আবাসিক ভবনে ঢুকে পড়ে। এতে ২৩ জন নিহত এবং আরও ১৫৬ জন আহত হন।

পূর্ববর্তী নিবন্ধ৪৮ ঘণ্টার মধ্যে হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ
পরবর্তী নিবন্ধবিএনপি আরেকটি ১/১১ করতে চাইছে : কাদের