জাতীয় দলের ‘ভুটান লজ্জা’য় প্রলেপ দিল অনূর্ধ্ব-১৫ দল

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভুটানের মত দলের কাছে হেরে দেশকে লজ্জায় ডুবিয়েছিল জাতীয় দলের ফুটবলাররা। গত অক্টোবরের ৩-১ গোলে হারের সেই লজ্জাজনক ঘটনায় প্রলেপ দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। নেপালে চলমান সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে ভুটানকে হারিয়ে প্রত্যাশামতোই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোররা। আগেই সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ আজ ভুটানকে ৩-০ গোলে পরাজিত করেছে ফয়সাল-মিরাজরা।

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই টুর্নামেন্টে অংশ নিয়েছে কিশোররা।  ম্যাচের ২৫ মিনিটের মধ্যেই দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করা ফয়সাল আহমেদ ফাহিম। তার গোলটি ছিল দেখার মত। মাঠের ডান দিক দিয়ে বল নিয়ে ভুটানের সীমানায় ঢুকে বাঁ পায়ের ইনসুইং প্লেসিংয়ে গোল করেন তিনি।

৫২ মিনিটে স্বাধীনের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন মিরাজ মোল্লা। এক গোল করেই থেমে থাকেননি তিনি।

৮০ মিনিটে বাংলাদেশের জয় নিশ্চিত হয় মিরাজের দ্বিতীয় গোলে। গ্রুপ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে বাংলাদেশ। সেমিফাইনালে ভারত কিংবা নেপালকে সামনে পাচ্ছে বাংলাদেশ। শিরোপার স্বপ্নে বিভোর কিশোররা সেমির এই কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকন্যা সন্তানের মা হলেন রিচি
পরবর্তী নিবন্ধ‘ভেজা পোশাক’; মিতালি রাজকে টুইটারে আক্রমণ!