শিবচর থেকে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য আটক

মাদারীপুর প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
মাদারীপুরের শিবচর থেকে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের অন্যতম এক সদস্যকে আটক করেছে র‌্যাব ৮ এর মাদারীপুর ক্যাম্প। আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানানো হয়।

এ ব্যাপারে সংবাদ সম্মেলনে মাদারীপুর র‌্যাব ৮ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রাকিবুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে একটি আন্তর্জাতিক মানবপাচারকারী চক্র ইতালি, স্পেন ও গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে মোটা অংকের বেতনের চাকরির লোভ দেখিয়ে মানবপাচার করে আসছে। এই চক্রের সদস্যরা বাংলাদেশ, লিবিয়া ও ইটালিতে সমভাবে সক্রিয়। এদের শিকার মূলত মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের উঠতি বয়সের বেকার যুবকরা। চক্রটি বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে যুবকদের লিবিয়ায় পাচার করে থাকে। পরে লিবিয়ায় অবস্থানরত চক্রের সদস্যরা লিবিয়ার বন্দিশালায় তাদের আটক রেখে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং বন্দিদের নিকট আত্মীয়দের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করে।

তিনি আরো জানান, এই চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের ধুয়াটি গ্রাম থেকে সিরাজ মাতুব্বরকে আটক করা হয়। সে একই গ্রামের মৃত মোহাম্মদ মাতুব্বরের ছেলে।

 

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক শিমুল হত্যা মামলার পলাতক ৭ আসামির আত্মসমর্পণ
পরবর্তী নিবন্ধনায়ক রাজের মৃত্যুতে তারকাদের শোক প্রকাশ