সত্তর দশকের প্রেমিক যুগল মৌ-মাহফুজ

পপুলার২৪নিউজ ডেস্ক:

সাদা-কালোর সেই ৭০ দশকের সময়। প্রেম-ভালোবাসা বা রোমাঞ্চ ছিল ভিন্নপটে আঁঁকা।

সেই সময় প্রেম ছিল মাঠে, সবুজ অরণ্যের পথ ধরে, মহল্লার সরু অলিতে-গলিতে কিম্বা ক্লাসের মাঝের বিরতিতে চিরচেনা লাইব্রেরীতে।দুই প্রেমিক যুগলের মধ্যে প্রেম আর সেই প্রেমের সাক্ষী একটি লাইব্রেরীকে ঘিরে গড়ে উঠেছে একটি ভালোবাসার গল্প। সত্তর দশকের এই দুই প্রেমিক যুগল হিসেবে নির্মাতা আবু হায়াত মাহমুদের ‘সোনার মানুষ’ নামক একটি ফিকশানে দেখা যাবে অভিনেত্রী মৌ এবং অভিনেতা মাহফুজ আহমেদকে।

সম্প্রতি এর শুটিং সম্পন্ন হল মানিকগঞ্জসহ রাজধানীর বেশ কিছু স্থানে। ‘সোনার মানুষ’ রচনায় রয়েছেন মাসুম শাহরিয়ার। এতে আরো অভিনয় করেছেন-এ কে আজাদ সেতু, রিমি করিম,সেঁখ মাহবুব প্রমুখ। পরিচালক জানান, ঈদের বিশেষ ফিকশান হিসেবে চ্যানেল আইতে এটি প্রচার হবে।

পূর্ববর্তী নিবন্ধগুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘ওরিও’
পরবর্তী নিবন্ধনগ্ন ছবি নিয়ে লজ্জিত নন কালকি