জাবি প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪১ ব্যাচের লাকী আক্তার এক শিক্ষার্থী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
রোববার দুপুর একটার দিকে মিরপুরের ডেল্টা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
লাকী আক্তার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সদ্য স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন।
কোরবানি ঈদের পরে তার ফল বের হওয়ার কথা রয়েছে। তবে সেই ফল আর দেখা হলো না তার।
লাকী আক্তারের পিতা মো. শফিউল আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় চাকরি করেন।
লাকীর সহপাঠীরা বলেন, অসুখের কথা পরিবারকে আগে বলেনি লাকী। অসহায় মা-বাবার কষ্টের কথা ভেবে ব্লাড ক্যান্সারে নিরবে নিভৃতে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল।
লাকী আক্তারের নামাজের জানাজা রোববার বাদ আসর ভিসির বাস ভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তা,কর্মচারী এবং সহপাঠি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। জানাজা শেষে লাকীর লাশ তার গ্রামের বাড়ি ঢাকা জেলার সাভার উপজেলার ঘুঘুদিয়ায় দাফন করা হয়।