লাদাখে চীনা ও ভারতীয় সেনা বাহিনীর সদস্যদের মধ্যে ধস্তাধস্তির সংবাদ প্রকাশের পর এবার সামনে এসেছে এ ঘটনার ভিডিও ফুটেজ।
ভারতের স্বাধীনতা দিবসের দিন চীনা ও ভারতীয় সেনা বাহিনীর সদস্যদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
লাদাখের এ ঘটনার পাঁচ দিন পর ভিডিওটি প্রকাশ পায়। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুই দেশের সৈন্যরা একে অপরকে লাথি, কিল ও ঘুষি মারছেন। এর মধ্যে আবার দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপেরও ঘটনা দেখা যায়।
সূত্র জানায়, দুই ঘণ্টাব্যাপী এই ধস্তাধস্তির ঘটনায় ভারতীয় বাহিনীর দুই ডজন পুলিশ ও তিন ডজন সেনা সদস্য জড়িয়ে পড়ে। একই পরিমাণ সেনা সদস্য চীনেরও ছিল সেখানে।
ভারতীয় কর্তৃপক্ষের দাবি, চীনের সেনা সদস্যরা ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। ভারতীয় নিরাপত্তা ও সেনা সদস্যরা সেই চেষ্টা রুখে দেয়।
পরে দুই দেশের উচ্চ পদস্ত সেনা কর্মকর্তাদের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়।