গোপালগঞ্জের মুকসুদপুরে বাওড় থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকালে বাওড়ের পাশে উপজেলার কদমপুরে ঘন্টাব্যাপী মানববন্ধন করে বাওড়সংলগ্ন বসবাসকারী ও বাওড়-পাড়ের জমি মালিকরা।
এ সময় বক্তব্য রাখেন মুকসুদপুর পৌরসভার কাউন্সিলর নিয়ামত খান, সাবেক ইউপি সদস্য বিমল সাহা, জমির মালিক আব্বাস মুন্সী, মনজুর খন্দকার, মনু মিয়া, নিজাম ফকির, মুজবুর শেখ প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, বাওড় থেকে বালু উত্তোলন করে নিলে তাদের বাওড়সংলগ্ন ঘরবাড়ি এবং জমিজমা একসময় ভেঙে বাওড়ের মধ্যে চলে যাবে। তারা এই অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে একটি প্রভাবশালী মহল মুকসুদপুর বাওড় থেকে বালু উত্তোলন করে বিক্রি করে লাভবান হচ্ছে।