উজান থেকে নেমে আসা ঢলে শরীয়তপুরে পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে। আজ শুক্রবার সকালে পদ্মা নদীর সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
জেলার জাজিরা উপজেলার জাজিরা, বড়কান্দি, বিলাশপুর ও কুণ্ডেরচর ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় ২০টি গ্রামে বন্যার পানি ঢুকে পড়েছে। নড়িয়া উপজেলার ঈশরকাঠি ও চেরাগ আলী বেপারীকান্দি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া নড়িয়া-জাজিরা সড়কটির ঈশ্বরকাঠি এলাকাদিয়ে পানি উঠে যাওয়ায় ওই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
ঈশ্বরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চেরাগ আলী বেপারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি ঢুকে পড়ায় বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখা হয়েছে। এসব গ্রামের অভ্যন্তরীণ সড়ক পানিতে তলিয়ে গেছে। গবাদি পশু ও শিশুদের নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে বন্যাকবলিত এলাকার মানুষ। সরকারিভাবে এখনও বন্যাদুর্গতদের জন্য ত্রাণ বিতরন শুরু হয়নি।